আজকাল ওয়েবডেস্ক: নিজের অবসর নিয়ে যদি ভাবতে চান তাহলে সেখানে আপনার কাছে বিকল্প হিসেবে থাকবে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান। এখানে যদি হিসেব করে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি নিজের অবসরকে নিশ্চিত করতে পারেন।


এখানে বিনিয়োগ করতে হলে আপনার বয়স ১৮ হতে হবে। সর্বোচ্চ বয়স ৬৫ থেকে শুরু করে ১০০ পর্যন্ত হতে পারে। এটি ন্যাশনাল পেনশন সিস্টেমের মধ্যে থাকছে। ফলে আপনাকে ১ লাখ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে হবে।


যদি বিনিয়োগকারী বেশি অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে বেশি টাকা পাবেন। যারা নমিনি থাকবেন তারাও এই সুবিধা পাবেন। অবসরকালে আপনি ভাল টাকা হাতে পাবেন।


যদি হঠাৎ করে আপনার টাকা দরকার হয় তাহলে সেখান থেকে আপনি লোন পেতে পারেন। সেখানে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আপনি পেতে পারেন। বাকি টাকা ফের একবার থেকে যাবে। আপনাকে লোনের টাকা শোধ করতে হবে।


যদি হঠাৎ করে আপনি মারা যান তাহলে আপনার নমিনি সমস্ত টাকা সুদ সমেত ফেরত পাবেন। সেখানে ১০০ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে। সেখানে আপনি যার নাম দেবেন সে সমস্ত টাকা পাবে।


এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান পেতে হলে আপনাকে এলআইসি ওয়েবসাইটে যেতে হবে। যদি আপনি চান তাহলে এটি আপনি অফলাইনেও কিনতে পারেন। আপনাকে নিজের আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ, বয়সের প্রমাণ, নিজের ছবি, ব্যাঙ্কের তথ্য দিতে হবে।


আপনি টাকা প্রতি মাসে, তিনমাসে একবার, ছমাসে একবার বা বছরে দিতে পারে। সেটি আপনি যেমন বেছে নেবেন তেমনই দিতে হবে। 


তবে বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।