আজকাল ওয়েবডেস্ক: শনিবার শচীন তেন্ডুলকরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। না, ক্রিকেট সংক্রান্ত কিছু নয়। বাইশ গজ পেরিয়ে বিনোদনের জগতে পা রাখলেন মাস্টার ব্লাস্টার। না, কোনও অভিনয় করছেন না। বন্ধুর ডাকে সাড়া দিলেন।আমির খানের সঙ্গে দেখা যায় তাঁকে। সিতারে জমিন পর এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন বলিউড তারকা। সেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন শচীন। সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত ক্রিকেট এবং বিনোদন জগৎ। আমির যখন ফুসবল খেলছিল, তখনই প্রবেশ করেন শচীন। সেটা জানার সঙ্গে সঙ্গে হাসিমুখে ঘুরে দাঁড়ান আমির। হ্যান্ডশেক করার পাশাপাশি একে অপরকে জড়িয়ে ধরে দুই তারকা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

স্ত্রী অঞ্জলীর সঙ্গে গিয়েছিলেন শচীন। উপস্থিত জনতা শচীন ধ্বনিতে মেতে ওঠেন। যা দেখে আপ্লুত মাস্টার ব্লাস্টার। সবাইকে জড়িয়ে ধরেন। ছবির কলাকুশীলবদের সঙ্গে দেখা করেন তারকা ক্রিকেটার। ছবির জন্য পোজ দেন। সিতারে জমিন পর দিয়ে আবার পর্দায় ফিরছেন আমির। ২০ জুন মুক্তি পাবে এই স্পোর্টস কমেডি ড্রামা। তবে তার আগে যথেষ্ঠ দৃষ্টি আকর্ষণ করেছে এই সিনেমা।