আজকাল ওয়েবডেস্ক: সংসদের বাদল অধিবেশন কবে থেকে হবে সেটা জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এবারের বাদল অধিবেশন শুরু হবে ২১ জুলাই থেকে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম অধিবেশ হবে। ফলে সেখানে অপারেশ সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে।


এবার এই নির্ধারিত দিনেই সংসদের উভয় কক্ষে হবে বাদল অধিবেশন। এবারের বাদল অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলেই মনে করা হচ্ছে। এর আগে সংসদের শেষ অধিবেশন ছিল বাজেট অধিবেশন। সেটি শুরু হয়েছিল ৩১ জানুয়ারি থেকে। এরপর ৪ এপ্রিল থেকে বন্ধ ছিল সংসদ। সেটাই ছিল সংসদের শেষ অধিবেশন।


এবারের বাদল অধিবেশন শুরুর বহু আগে থেকেই বিরোধীরা অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে এসেছিল। তবে এবার তাদের সেই দাবি পূরণ করা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশেনর দাবি মানেনি কেন্দ্র।

 
ইতিমধ্যে ১৬ টি বিরোধী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন। সেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। তাই সেদিক থেকে দেখতে হলে এবারের বাদল অধিবেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 


ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন থেকে পালিয়ে যেতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী। তবে বাদল অধিবেশনে এটাই প্রধান আলোচনার বিষয় হবে।