আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য রাস্তায় বয়ফ্রেন্ডের গোপনাঙ্গ লেহন প্রেমিকার! পুলিশের সামনেই বিস্ময়কর কাণ্ড করে বললেন – "চাইলে আপনার সামনেও করব!"  ভোররাতে আর্জেন্টিনার সারাতে শহরের এক নাইটক্লাবের সামনের দৃশ্য দেখে পথচারীদের চোখ কপালে!

এক যুগল রীতিমতো সিনেমার সংলাপ টানলেন – কিন্তু সেটি হল রীতিমতো এক্স-রেটেড লাইভ শো! পুরুষ সঙ্গী দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, প্যান্ট গোড়ালিতে নামিয়ে, হাত দুটো মাথার পেছনে – যেন কোনও ‘অপরাধী প্রেমে’ ধরা পড়েছেন! আর তার প্রেমিকা? অন্তর্বাস পরে হাঁটু গেঁড়ে লনে বসে কাজ শুরু!

এমন দৃশ্য দেখে জনসাধারণ হাঁ হয়ে গেলে, পুলিশ এসে বলে, “এইটা বন্ধ করুন, এখনই!” কিন্তু ভদ্রমহিলা যেন রীতিমতো বিপ্লবের মেজাজে: “বন্ধ করব না, মন চায় না। ও আমার বয়ফ্রেন্ড, যেখানে ইচ্ছা করব! চাইলে আপনার সামনেও করব!” এই উত্তপ্ত প্রেম ও প্রতিবাদের মাঝেই প্রেমিক মহাশয় ডানা মেলে বলে উঠলেন, “Don’t stop us now!” — যেন কুইনের গান চালু হয়ে গেছে!

পরে দু’জনকে পুলিশের গাড়িতে তুলতে হয় ‘পাবলিক ডিসেন্সি’ আইনে। ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে, স্থানীয় পত্রিকায় ছবি – সবই হয়ে গেছে। মজার ব্যাপার হল, পুলিশি ক্যামেরায় ছেলেটি টিশার্ট ছাড়া ‘হট পোজে’, আর মেয়েটিকে ফের পোশাক দিয়ে ‘রুচিসম্মত’ ছবি তোলা হয়েছে।