সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে জমছে নতুন লাভস্টোরি? বলিউডে কি তৈরি হচ্ছে নতুন জুটি? গুঞ্জন বলছে—তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া এখন পরস্পরের বেশ কাছাকাছি। একসঙ্গে সময় কাটাচ্ছেন, ডেটে যাচ্ছেন, আর নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার নাকি চেষ্টা চালাচ্ছেন পুরোদমে!
সূত্রের দাবি, তারা আর বীর কয়েক মাস আগেই ডেটিং শুরু করেছেন। দু’জনেই এখনও নিজেদের মধ্যে সমীকরণ বুঝে নেওয়ার রয়েছেন। মাঝেমধ্যেই একসঙ্গে ডেটে যান।”
এই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হল সম্প্রতি যখন তারা ও বীর ২৫তম ল্যাকমে ফ্যাশন উইক-এ একসঙ্গে ব়্যাম্পে শো-স্টপার হয়ে নজর কাড়েন। মার্চের ২৬ থেকে ৩০ তারিখ, মুম্বইয়ে আরও একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা আয়োজিত ফ্যাশন উইকে র্যাড়ম্পে হাঁটেন তারা-বীর।সেখানে তারা সুতারিয়া একটি ব্ল্যাক লেস গাউনে ধরা দিয়েছিলেন—ভি-নেক, লম্বা, ফ্লোয়ি গাউনের সঙ্গে মিনিমাল অ্যাক্সেসরিজ ও নিখুঁত মেকআপে মুগ্ধ করেছিলেন তিনি। অন্যদিকে, ‘স্কাইফোর্স’-এর অভিনেতা বীর পাহাড়িয়া হোয়াইট স্যুট ও আইভরি ট্রাউজারে তার রানওয়ে ডেবিউ করলেন, যার স্টাইল স্টেটমেন্ট ছিল একদম আলাদা।
বীর পাহাড়িয়ার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ কম নয় বলিউডে। আগে তাঁর নাম সারা আলি খানের সঙ্গে জড়িয়েছিল। পরে বীর এক সাক্ষাৎকারে বলেন, “আমি তখন মাত্র ২০। সম্পর্ক নিয়ে গসিপ মাথার ওপর দিয়ে যাচ্ছিল। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, তবুও যা ইন্টারনেটে লেখা ছিল, সেটাই সবাই বিশ্বাস করত। তখন খুব কষ্ট পেয়েছিলাম, তবে এখন কিছু যায় আসে না। এখন এসব নিয়ে ভাবি না।” বীর আরও যোগ করেন, “এখন বুঝেছি, আমি নিজেই এসবের মধ্যে পা রেখেছি। তাই মেনে নিতে শিখে গিয়েছি।” অন্যদিকে, ২০১৯ সালের এক সাক্ষাৎকারে সারা আলি খান সরাসরি বলেছিলেন, “বীর-ই একমাত্র মানুষ, যাকে আমি ডেট করেছি। জীবনে আর কারও সঙ্গে কখনও প্রেম করিনি।”
প্রসঙ্গত, বীর পাহাড়িয়া হলেন প্রাক্তন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডে-র নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া-র ছেলে। তাঁর ভাই শিখর পাহাড়িয়া-র সঙ্গে এখন জাহ্নবী কাপুর-এর সম্পর্কের গুঞ্জনও চলছে।
এদিকে তারা সুতারিয়া দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদার জৈন-এর সঙ্গে, যিনি রণবীর কাপুরের তুতো ভাই। ২০২৩-এ তাঁদের বিচ্ছেদ হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আদার বিয়ে করেছেন তাঁদেরই এক কমন ফ্রেন্ড আলেখা আদবানি-কে। কাজের দিক থেকে দেখা যায়, সম্প্রতি তারা অভিনয় করেছেন ইশান খট্টরের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে—‘পেয়ার আতা হ্যায়’—যা ইতিমধ্যেই ট্রেন্ডিং।
বলিউডে কেমিস্ট্রি, ফ্যাশন র্যাগম্প আর রোম্যান্সের এই হাই-ভোল্টেজ মিক্সচার এখন টিনসেল টাউনের গসিপমহলে অন্যতম টক অফ দ্য টাউন। তারা-বীরের এই নতুন একসঙ্গে পথচলা কতদূর এগোয়, সেটা দেখার জন্য মুখিয়ে থাকছে বি-টাউন।
