সংবাদ সংস্থা মুম্বই: তারকা হোক কিংবা স্টাইল আইকন— দু’ক্ষেত্রেই দিলজিৎ দোসাঞ্জ এখন যেন একেবারে গ্লোবাল হার্টথ্রব। মেট গালা-তে তুমুল হইচই ফেলে দেওয়ার পর এবার ফের ভাইরাল তিনি। কিন্তু এবার ফ্যাশন নয়, আলোচনার কেন্দ্রে মাত্র এক কাপ কফি! না, এমন কফি আপনি-আমি সকালে ঘুম ভেঙে খাই না—এ কফির দাম ভারতীয় টাকায় প্রায় ৩১ হাজার!
সম্প্রতি লন্ডনের এক নামজাদা ক্যাফেতে হাজির হয়ে দিলজিৎ অর্ডার করলেন জাপান টিপিকা কফি—যা নাকি ওখানকার সবচেয়ে দামি কফি। সমাজমাধ্যমে নিজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে নেমে ক্যামেরার সামনে হেসে তিনি বললেন, “আজ আমি লন্ডনের সবচেয়ে দামি কফি খেতে এসেছি। জাপান টিপিকা। এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার টাকা।’’
এরপর পুরো ভিডিওতে নিজের স্টাইলে পাঞ্জাবিতে টানটান কমেন্ট্রি দিতে থাকেন দিলজিৎ— “এত টাকা নিচ্ছে অথচ এখনও চুল চুল করে মেপে কাপে কফি ঢালছে! আজ খালি এটুকুই খাব। এই কফি কাপের একেকটা চুমুক ৭ হাজার টাকার!”কফি খেয়ে দিলজিৎ যা বললেন, তা শুনে তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হো হো করে হাসছে নেটদুনিয়া। “এ তো একদমই ফালতু কফি! তা-ও সঙ্গে যদি একটু লাড্ডু বা বুন্দি দিত একটু জমত! এত দামি কফি আর একফোঁটা মিষ্টিও নেই?” — বলেই দিলজিৎ হাসতে হাসতে মজার ছলে বলেন, “এই টাকায় তো দেশে একটা বিয়েতে চলে যেতাম আমি!”
