বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ৪৪ হাজারের বেশি শিক্ষক–শিক্ষাকর্মী পদে নিয়োগ, সুযোগ চাকরিহারাদেরও, জানালেন মমতা

Rajat Bose | ২৭ মে ২০২৫ ১৭ : ১৯Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ৩১ মে’‌র আগেই ৪৪ হাজার পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই তালিকায় রয়েছে চাকরিহারা ২৪ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ। এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে ১৬ জুন থেকে। শেষ তারিখ ১৪ জুলাই। প্যানেল পাবলিকেশন হবে ১৫ নভেম্বর। কাউন্সেলিং হবে ২০ নভেম্বর। ডিসেম্বরের মধ্যে আদালতের নির্দেশ মেনে হবে নিয়োগ। পাশাপাশি মমতা জানান, আবেদনকারীদের বয়সের বাধানিষেধ অনেকটা শিথিল করা হবে। এছাড়াও সমানতালে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ফলাফলের দিকেও তাকিয়ে থাকবে রাজ্য। 


মমতা এদিন বলেন, ইচ্ছা না থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হচ্ছে। নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা জানালেন, ‘‌মন থেকে নয়, বাধ্য হয়ে করতে হচ্ছে।’‌ সুপ্রিম কোর্টের নির্দেশে হাজার হাজার চাকরি বাতিল হয়। সেই নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষকরা। সেই প্রেক্ষিতেই মু্খ্যমন্ত্রী এদিন বলেন, আদালতে দ্রুত রিভিউ পিটিশন করা হয়েছিল। কিন্তু বর্তমানে আদালতে চলছে গ্রীষ্মকালীন অবকাশ। আদালত খোলার আগেই আগের রায় জানানোর নির্দিষ্ট দিন পেরিয়ে যাবে। সেই কারণেই ৩১ মে’‌র আগে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই জন্যই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে ৩০ মে। 
নতুন বিজ্ঞপ্তি অনুসারে ২৪,২০০ পদ থাকছে শিক্ষকদের জন্য।

এছাড়াও নবম–দশমের জন্য ১১ হাজার ৫১৭ শিক্ষক পদ পূর্ণ করা হবে। একাদশ–দ্বাদশের জন্য ৯,৫১২ শূন্যপদ থাকছে। এছাড়া গ্রুপ ডি’‌র জন্য অতিরিক্ত এক হাজার পদে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন সমানতালে জারি থাকবে। রাজ্যের পক্ষের আইনজীবীরা শিক্ষকদের হয়ে লড়াই করবেন। এর পাশাপাশি আদালতের রায় যদি পক্ষে না আসে তাহলে বা রিভিউ পিটিশনের ফলাফল অন্যরকম হলে চাকরি করার জন্য নতুন নিয়োগের পথ খোলা থাকবে। পাশাপাশি বয়সের ছাড় দেওয়াতে অনেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সেই কারণেই দুটো রাস্তা খুলে রাখা হচ্ছে। 

 

 

 


Mamata BanerjeeNabanna meetingTeacher recruitment

নানান খবর

নানান খবর

শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়েছিল মরচে ধরা ধাতব পিন, মরণাপন্ন বালকের প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যাল কলেজ

বেলেঘাটায় রক্তারক্তি কাণ্ড, বহুতল থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধের

মেট্রো স্টেশনে হলুদ লাইন পেরোলেই বড় শাস্তি, নতুন নিয়ম না জানলে বিপদ আপনার

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক, আসল কারণ কি?

চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?

‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত

লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়

ফের নৃশংস র‍্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে

সোশ্যাল মিডিয়া