আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। রবি রাত থেকে সোমবার ভোর–বৃষ্টি হয়েই চলেছে মুম্বইয়ে। একাধিক এলাকা জলমগ্ন। যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। বিমান পরিষেবাতেও ঘটেছে বিঘ্ন। কুরলা, দাদর, পারেল এর মতো জায়গা নীচু হওয়ায় আরও বেশি ক্ষতিগ্রস্ত। জল জমেছে আরও বেশি।
 
 স্থানীয় হাওয়া অফিস জানিয়েছে, মুম্বইয়ের নরিমান পয়েন্ট সকাল অবধি বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। গ্রান্ট রোডে ৩৬ মিলিমিটার। কোলাবায় ৩১ মিলিমিটার। মুম্বইয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
 বিমান চলাচলেও ঘটেছে বিঘ্ন। এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে। 
 
 ট্রেন চলাচলেও ঘটেছে বিঘ্ন। রেললাইনের উপর জমে গেছে জল। 
 
 এমনকী মুম্বইয়ের নবনির্মিত ওরলি মেট্রো স্টেশনে জল ঢুকে গেছে। শুধু আন্ডারগ্রাউন্ড নয়, জল জমেছে প্ল্যাটফর্মেও। স্টেশনের ছাদ চুঁইয়েও জল পড়তে দেখা গেছে। যার জেরে বিঘ্ন ঘটেছে মেট্রো চলাচলেও। 
 
 হাওয়া অফিস জানিয়েছে, সময়ের আগেও বর্ষা ঢুকে পড়েছে মুম্বইয়ে। গত রবিবার মহারাষ্ট্রে প্রবেশ করেছে বর্ষা। রীতিমতো ভাসিয়ে দিচ্ছে। গত এক সপ্তাহ ধরেই সেখানে চলছে বৃষ্টি। যা আরও কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
