আজকাল ওয়েবডেস্ক: যখনই আপনার অবসর জীবনের কথা সামনে আসবে তখনই আপনি চিন্তায় পড়ে যাবেন। নিজের অবসরকে যদি আগে থেকেই নিশ্চিত না করেন তাহলে সেই সময় আপনাকে ভুগতে হবে। এখানেই আপনার তুরুপের তাস হতে পারে পিপিএফ। তবে এটিকে ব্যবহার করতে হবে নিয়ম মেনে।


পিপিএফ হল এমন একটি বিনিয়োগ যার সঙ্গে সরকারের যোগাযোগ থাকে। এখানে বছরে সর্বোচ্চ আপনি ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। বছরে এখান থেকে আপনি সুদ পাবেন ৭.১ শতাংশ করে। 


এবার সবথেকে দরকারি কথা হল এখানে ২৫ বছর ধরে বিনিয়োগ করার পর আপনি সেই টাকা তোলার কথা ভাববেন না। টাকা সেখানেই রেখে দিন। শুধু সেখান থেকে সুদের টাকা তুলে নিন। এই টাকাই আপনার অবসরকে করবে নিশ্চিত।


আরও একটি বিষয় আপনি জেনে রাখুন পিপিএফ নিজের টাকা আপনি ১৫ বছরের বেশি রাখতে পারবেন না। তাই মেয়াদ শেষ হওয়ার পর পিপিএফে আপনি ৫ বছর করে আরও দুবার টাকা রাখতে পারবেন। এর অর্থ হল আপনি মেয়াদ শেষে আরও ২৫ বছর এখানে টাকা রাখতে পারবেন।


এখান থেকে কীভাবে ১ কোটি টাকা করবেন এবার দেখে নিন সেই হিসেব। যদি আপনি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে হবে ১.৫ লাখ টাকা। এই টাকা রাখতে হবে ২৫ বছর ধরে। সেখানে আপনার মোট টাকার পরিমান হবে ৩৭ লাখ ৫০ হাজার। এরপর ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। মোট সুদের পরিমান হবে ৬৫ লাখ ৫৮ হাজার ১৫ টাকা। তাহলে আপনি মোট পাবেন ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৫ টাকা।


এই টাকা যদি আপনি পিপিএফে রেখে দেন তাহলে সেখান থেকে ৭ লাখ ৩১ হাজার ৮৬৯ টাকা সুদ পাবেন। একে যদি ১২ দিয়ে ভাগ করেন তাহলে মাসে পাবেন ৬০ হাজার ৯৮৯ টাকা। এটি আপনার রেগুলার পেনশন হিসেবে আপনার সঙ্গে থাকবে। 


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে দায় আজকাল ডিজিটাল নেবে না।