শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত

Reporter: গোপাল সাহা | লেখক: Kaushik Roy ২৩ মে ২০২৫ ১৭ : ৪৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: দুর্গম এভারেস্ট জয় করে শহরে ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল তথা কলকাতা পুলিশ নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষীকান্ত মন্ডল। এদিন দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক সহ কমিশনার মনোজ ভার্মাও। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড আপ্লুত এভারেস্ট জয় করে। সিপি সাহেবের আশীর্বাদ এবং সহযোগিতা আমাকে এভারেস্ট জয় করতে বিরাট সহযোগিতা করেছে। সিপি সাহেব যেভাবে আমার পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন তা অভাবনীয়’।

নিজের এই কীর্তির পিছনে পুলিশ দপ্তরের অবদানের কথাও স্বীকার করেছেন তিনি। জানান, প্রথম দিন থেকেই তিনি মানসিক ভাবে সহযোগিতা পেয়েছিলেন পুলিশ দপ্তরের তরফে। এমনকি, লক্ষ্মীকান্ত জানান বর্তমান কলকাতা পুলিশের সিপি যখন দার্জিলিঙের দায়িত্বে ছিলেন তখন থেকেই পাহাড় চড়তে শুরু করেছিলেন তিনি, আগ্রহও পেয়েছিলেন ওপরমহলের থেকে। নিজের বাবা-মা-এর মনোজ ভার্মাকে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীকান্ত। তিনি বলেন, ‘এখানেই শেষ নয়। আগামীতে আবারও চেষ্টা করব আরও পাহাড় জয় করতে’।

কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেন, ‘এটা একটি নজির স্থাপন করল সমস্ত মানুষের কাছে। একই সঙ্গে বিরাট উৎসাহ জোগাবে আগামী দিনে পুলিশ মহলেও’। উল্লেখ্য, লক্ষ্মীকান্ত রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের সদস্য। তিনি তেনজিং শেরপা (গেলবা)-এর সঙ্গে এভারেস্ট জয় করেন ১৯ মে, গত সোমবার। তবে শুধুমাত্র লক্ষ্মীকান্তই নন, তাঁর সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছেন আরও এক ভারতীয় গীতা সামোতা। তিনি এদিন এভারেস্ট শীর্ষে পৌঁছান লাকপা শেরপার সঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন নেপালের ছোজিন আংমোও। প্রথম দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি। পুলিশ সহকর্মীর এই অসাধারণ সাফল্য উদযাপন করতে কলকাতা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন ওই কর্মীকে। লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।


নানান খবর

নানান খবর

লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়

ফের নৃশংস র‍্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে

পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি

শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন

বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন 

ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?‌ 

রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’

দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি

কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও

নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য

রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?

আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক

ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও

সোশ্যাল মিডিয়া