আজকাল ওয়েবডেস্ক:‌ রুতুরাজ গায়কোয়াড়ের কি আদৌ চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। কনুইয়ে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান গায়কোয়াড়। তারপরেই চেন্নাই কোচ করে মহেন্দ্র সিং ধোনিকে। 


এদিকে, ভারত ‘‌এ’‌ দলের ইংল্যান্ড সফরের নেতা ঘোষণা করা হয়েছে রুতুরাজকে। তারপরেই প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া। তাঁর কথায়, আদৌ চোট ছিল গায়কোয়াড়ের?‌ সরাসরি তাঁর প্রশ্ন ‘‌চোট এত দ্রুত সেরে গেল। এটা ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে চোট থেকে ফেরাটা অত সহজ নয়।‌’‌ এরপরেই এই প্রশ্ন উঠেছে।
চেন্নাই আগেই জানিয়ে দিয়েছিল গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে আয়ূষ মাত্রের নাম। কিন্তু গায়কোয়াড় কবে ফিরবেন তা নিয়ে ফ্রাঞ্চাইজি কিছুই জানায়নি। এখন চোপড়া বলছেন, ‘‌পর্দার আড়ালে এমন কিছু কি হয়েছে?‌ যা নিয়ে চেন্নাই ভক্তরাও কিছু জানতেন না।’‌ সূত্রের খবর, ইংল্যান্ড লায়ন্স ম্যাচেই নাকি খেলতে পারবেন গায়কোয়াড়।


নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেছেন, ‘‌রুতুরাজের চোটের সত্যতা কি?‌ চোট পাওয়ার পর বলা হয়েছিল গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন গায়কোয়াড়। তাহলে এখন সুস্থ হয়ে গেলেন। যাচ্ছেন ইংল্যান্ড সফরেও। তাহলে কখন ফিট হল গায়কোয়াড়?‌ জানাই গেল না। আর যদি ফিটই থাকে তাহলে এতদিন খেললো না কেন?‌ এটা একটা রহস্য মনে হচ্ছে। কী হয়েছে তা সত্যিই বোঝা মুশকিল।’‌


পাশাপাশি চোপড়া এটাও বলেছেন, ‘‌যখন ধোনি খেলছে তখন অন্য কাউকে তো অধিনায়ক করার মানেই হয় না। আমার প্রশ্ন ধোনি তাহলে কী করে অধিনায়কত্ব থেকে সরে গেল?‌ মেনে নিল কেন?‌’‌