বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মে ২০২৫ ১৮ : ১৩Akash Debnath
আকাশ দেবনাথ: চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বাজারে আসছে ত্বকচর্চার নিত্যনতুন সাধন। সম্প্রতি রূপটানে আগ্রহী ব্যক্তিদের নোটবইতে যুক্ত হয়েছে এমন একটি নাম যার প্রতি আকৃষ্ট হচ্ছেন সাধারণ গৃহবধূ থেকে চিত্রতারকারাও - পিআরপি ফেসিয়াল। বিষয়টি ঠিক কী? জানতে এমডি ডার্মাটোলজি ডা. শ্রুতি বর্মণের সঙ্গে কথা বলল আজকাল ডট ইন।
রূপটানে আগ্রহী বহু মানুষের মুখে মুখে এখন পিআরপি থেরাপির কথা শোনা যাচ্ছে। বিষয়টি ঠিক কী? প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, “পিআরপি কথাটির অর্থ, ‘প্লেটলেট রিচ প্লাজমা’। আমাদের রক্তে যেমন শ্বেত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা থাকে তেমনই থাকে অনুচক্রিকা বা প্লেটলেট। যখন শরীরে কোনও আঘাত লাগে তখন সেই অঞ্চলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তক্ষরণ বন্ধ করা এই অনুচক্রিকা বা প্লেটলেট-এর মূল কাজ। কিন্তু তার পাশাপাশি প্লেটলেটের আরও একটি ভূমিকা রয়েছে। এর মধ্যে কিছু ‘গ্রোথ ফ্যাক্টর’ থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলি নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। মূলত এই বিষয়টির উপর ভিত্তি করেই চুল এবং ত্বক পুনরুজ্জীবিত করতে এই থেরাপি ব্যবহার করা হয়।”
অর্থাৎ চুল এবং ত্বক, দু’ক্ষেত্রেই এই থেরাপি কার্যকর। মূলত মাথার ত্বক বা স্ক্যাল্পে এবং মুখের চামড়ার তলায় প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা ইঞ্জেক্ট করা হয়। স্ক্যাল্পের ক্ষেত্রে এতে নতুন নতুন ফলিকল তৈরি হয়, রক্ত সঞ্চালন ভাল হয়, চুলের ঘনত্ব বাড়ে এবং চুল পড়ার সমস্যাও কমে। মুখের ক্ষেত্রে যাঁদের বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া কিংবা রোদে পোড়া ত্বকের মতো সমস্যা রয়েছে, তাঁরা এই চিকিৎসায় উপকার পান। আসলে এই সব কিছুর নেপথ্যে রয়েছে পূর্বে উল্লিখিত গ্রোথ ফ্যাক্টরগুলি, এমনই জানিয়েছেন চিকিৎসক।
কোন বয়সের মানুষরা বেশি আসছেন এই থেরাপি নিতে? চিকিৎসকের কথায়, “দেখুন একটা কথা আছে, প্রথমে দর্শনধারী, তারপর গুণের বিচার। ২০ থেকে ৪০ বছর বয়সি অনেকেই এই কথাটা মানেন, কেউ কেউ তো নিজের ত্বক এবং চুল নিয়ে রীতিমতো হীনম্মন্যতায় ভোগেন। অনেকে মনে করেন চাকরির জন্যেও ঝকঝকে লুকের দরকার। তাই এই বয়সি ব্যক্তিরা বহু সংখ্যায় আমাদের কাছে আসেন। পুরুষদের মধ্যে অনেকের বংশগতির কারণে তাড়াতাড়ি চুল পড়ে যায়, তাঁরাও আসেন। অন্যদিকে যাঁরা ৫০ পেরিয়ে গিয়েছেন তাঁদের মধ্যে মুখের পিআরপি করার প্রবণতা বেশি।”
ঠিক কীভাবে দেওয়া হয় এই থেরাপি? চিকিৎসকের কথায়, “সাধারণত খুব সরু সুচ ব্যবহার করা হয় এই থেরাপির জন্য। অনেকে ইনসুলিন নেওয়ার নিডল ব্যবহার করেন, কারণ ইনসুলিন ইঞ্জেকশনের সুচ খুবই সূক্ষ্ম।” এই পদ্ধতির একটি সুবিধা হল, যে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা রোগীর উপর প্রয়োগ করা হয়, সেটা তাঁর নিজের দেহ থেকেই সংগ্রহ করা। কাজেই নিজের রক্ত থেকে অ্যালার্জি হওয়ারও আশঙ্কা নেই বললেই চলে। চিকিৎসক জানিয়েছেন, রোগীর শিরা থেকে রক্ত নিয়ে প্রথমে তাকে সেন্ট্রিফিউজ করা হয়। অর্থাৎ রক্ত থেকে ঘন প্লাজমা আলাদা করা হয়। এর পর প্লেটলেটে ঠাসা সেই প্লাজমা রোগীর ত্বকে প্রবেশ করানো হয়।
তবে একবার করালে হবে না। চিকিৎসক বলেন, “কমবেশি ৪০ মিনিট সময় লাগে একটি সেশনে। প্রত্যেকের শরীর আলাদা, তাই কার ত্বকে কেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিই কত দিন অন্তর এই থেরাপি প্রয়োগ করা হবে। তবে সাধারণভাবে প্রথমে মাসে অন্তত একবার করে পিআরপি করাতে হয়। ছয় বার করানোর পর থেকে বছরে দু'বার করানোই যথেষ্ট।”
পিআরপি করাতে আসার আগে বা পরে কী করা উচিত আর কী করা উচিত নয়? মুখে পিআরপি করানোর আগে বিশেষ কোনও নিয়ম মানার দরকার পড়ে না। তবে এই বিষয়ে সতর্কতার বার্তা দিয়েছেন চিকিৎসক। ডা. বর্মণের কথায়, “যাঁদের কোমরবিডিটি থাকে তাঁদের একটু সতর্ক থাকতে হবে। যেমন ধরুন ডায়াবেটিস, গর্ভাবস্থা, রক্ত জমাট বাঁধা কিংবা অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা থাকলে আমরা সচরাচর পিআরপি এড়িয়ে চলার পরামর্শ দিই। আর থেরাপি নেওয়ার পর ২৪ ঘণ্টা মুখে কিছু মাখতে বা মুখ ধুতে নিষেধ করা হয়। তার পর থেকে সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়।”
তবে এই চিকিৎসাপদ্ধতি বেশ খরচ সাপেক্ষ। কলকাতায় পিআরপি করাতে প্রতিবার অন্তত পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয়। মূলত কী ধরনের কিট ব্যবহার করা হচ্ছে তার উপর খরচ নির্ভর করে। এবিষয়ে চিকিৎসক জানান, পিআরপির সঙ্গে অনেকে ‘গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট’ বা জিএফসি কিটও ব্যবহার করেন। সে ক্ষেত্রে খরচ আরও বাড়তে পারে।
যাঁরা এই পদ্ধতিতে ত্বকের জেল্লা ফেরাতে চান, বা চুল পড়া কমাতে চান তাঁদের থেরাপি নেওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বলেছেন, “দেখুন, এই থেরাপির জন্য আলাদা করেহাসপাতালে ভর্তি হতে হয় না। গোটাটাই আউটডোরে হয়। কিন্তু যেখান থেকেই করান, প্রশিক্ষিত চিকিৎসকের হাতেই করানো উচিত। আজকাল বহু ছোট ছোট ক্লিনিক খুলেছে যেখানে ডাক্তারি পাশ না করেই এই থেরাপি দেওয়া হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, গোটা বিষয়টি কিন্তু রক্ত সংক্রান্ত। ইঞ্জেকশনের ব্যবহার আছে। তাই ঠিকমতো জীবাণুমুক্ত না করা হলে মারাত্মক বিপদ হতে পারে। কাজেই এই ধরনের জায়গা থেকে চিকিৎসা না করানোই ভাল। যদি কোনও কারণে ইনফেকশন হয় তবে মুখ লাল হয়ে ফুলে যেতে পারে। ব্যথা হতে পারে। সঙ্গে ফুসকুড়ি দেখা দিতে পারে। এই ফুসকুড়ি থেকে পুঁজও বেরতে পারে। স্ক্যাল্পে করালে, এই উপসর্গগুলি ছাড়াও চুলকানি হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হতে হবে।”
নানান খবর

শৌচাগারেও সঙ্গী মোবাইল? কমোডে বসে রিলস দেখতে গিয়ে ডেকে আনছেন ভয়ঙ্কর বিপদ!

হলদে প্রস্রাবে সাদা ফেনা? এক্ষুনি যান চিকিৎসকের কাছে, সর্বনাশ থেকে বাঁচতে মূত্রের রং দেখে রোগ চিনুন

ছবি তুলতে গেলে সন্তানের চোখে সাদা আভা দেখা যায়? অবহেলা নয়, চোখেও হতে পারে ক্যানসার!

‘অফিসের সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে!’ এমন ভাবনা নিছকই মনের ভুল, না গুরুতর মানসিক সমস্যা? অবহেলা করলেই বিপদ

থকথকে চর্বিতে গলে-পচে গেছে লিভার? খেলোয়াড়দের মতো চাঙ্গা হয়ে যাবে, শুধু জেনে নিন পঞ্চবাণ মন্ত্র

জিমে যেতে হবে না, বিদ্যাসাগরের প্রিয় এই ব্যায়ামেই নীরোগ থাকবে শরীর! সেরার সেরা ব্যায়াম কোনটি জানেন?

মাথায় সর্বক্ষণ নেতিবাচক চিন্তা ঘুরছে? মনখারাপের মেঘ সরাবেন কীভাবে?

প্রস্রাবের গতি আর আগের মতো নেই? প্রোস্টেট ক্যানসার নয় তো? কী দেখে সতর্ক হবেন?

করোনা-স্মৃতি উস্কে দিয়ে দিল্লিতে এইচ৩এন২ ভাইরাসের থাবা! উপসর্গ কী? কোন পথে নিরাময়?

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ ছাড়া গতি নেই? সুস্থ থাকতে মেনে চলুন ৫ ঘরোয়া টোটকা

প্রোবায়োটিক বনাম প্রিবায়োটিক! অন্ত্রের স্বাস্থ্যে কোনটি বেশি জরুরি? কী বলছে পুষ্টিবিজ্ঞান?

সঙ্গমে বেশিক্ষণ দৃঢ় থাকছে না লিঙ্গ? শুধু যৌনতা নয়, হার্টের সমস্যা থেকেও হতে পারে এমনটা, কীভাবে বুঝবেন?

এশিয়া কাপ নিয়ে বিতর্কের শেষ নেই, এবার নয়া সতর্কবার্তা সূর্যকুমারের

ওমান ম্যাচে বিশ্রামে বুমরা? আর কী কী বদল হতে পারে প্রথম একাদশে জানুন

নতুন ভারত পরমাণু হুমকিতে ভীত নয়, জন্মদিনেই ফের একবার পাকিস্তানকে নিশানা প্রধানমন্ত্রীর

প্রতিদিন ঘর পরিষ্কার করা এক প্যাকেট সিগারেট খাওয়ার সমান! ফুসফুসের ক্ষতির ভয়ঙ্কর সতর্কবার্তা গবেষণায়

সলমন মারধর করতেন? নাকি অন্য কারণ? কেন সুপারস্টার প্রেমিককে ত্যাগ করেন ঐশ্বর্য, এত বছর পর রহস্য ফাঁস

মোদির মা'কে নিয়ে এআই ভিডিও, বিজেপির তুমুল নিন্দার মাঝেই কংগ্রেসকে বড় নির্দেশ আদালতের

গিজগিজ করছে বিষধর সাপ! ভারতের এই রাজ্যে পা রাখলেই পদে পদে বিপদ, ঘুরতে যাওয়ার আগে সাবধান

বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে সবার আগে, তালিকা দেখলে চোখ কপালে উঠবেই

বাথরুমের আলো নিভিয়ে শাওয়ারের তলায় রোজ রাতে এই একটি কাজ করুন, টেনশন গলে জল হয়ে যাবে

ছাত্রীর বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধার! রামপুরহাটে হাড়হিম ঘটনা, অভিযুক্ত স্কুল শিক্ষক গ্রেপ্তার

গোটা ফুটবল টিমটাই না কি ‘ভুয়ো’, জাপান থেকে গলাধাক্কা দিয়ে বার করে দেওয়া হল ২২ পাকিস্তানি ‘খেলোয়াড়’কে

ভেস্তে যাবে ঘুড়ি ওড়ানোর পরিকল্পনা! ২ ঘণ্টায় জেলায় জেলায় প্রবল বৃষ্টি, কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর কাজ হারাচ্ছেন সামান্থা! অভিনেত্রীর বন্ধুর 'বিস্ফোরক' মন্তব্যে বিতর্ক তুঙ্গে

এবার বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক কমিটিতে আসতে চলেছেন দেশের এই দুই প্রাক্তন ক্রিকেটার, তারা কারা জানুন

সোনার সাগর! তবে এই সম্পদ আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না, কেন

এক পা সিটে, আরেক পা হ্যান্ডেলে! হাইওয়েতে চলন্ত বাইকে দাঁড়িয়ে ভয়ঙ্কর স্টান্ট যুবকের, দেখেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্যের কোনও খরচ বহন নয়! বিজেপির সিদ্ধান্তে গুজরাটে প্রকাশ্যে পদ্মশিবিরের ক্ষোভ?