আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর ৮ বছরের পড়ুয়ার কাজ সকলের মন জয় করে নিল। কারুর জেলার এই স্কুল পড়ুয়া যে কাজ করছে তা দেখে গোটা দেশ তাকে বাহবা দিচ্ছে। 


তবে কেন এই পড়ুয়া সকলের মন জয় করে নিয়েছে। উত্তর হল বিগত ১০ মাস ধরে নিজের জমানো টাকা ভারতীয় সেনাবাহিনীকে দান করল। যেভাবে পগেলগাঁওতে ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে তা এই পড়ুয়ার মন ছুঁয়েছে। আর তার কাজ গোটা ভারতবাসীর মন ছুঁয়েছে।


দ্বিতীয় শ্রেণির এই পড়ুয়া প্রতিদিন তার পকেটমানি থেকে কিছু টাকা জমিয়ে রাখে। এই টাকা সে তার পরিবারের কাছ থেকে যোগাড় করে। বিগত ১০ মাস ধরে যে টাকা সে জমিয়েছে তা সেনাবাহিনীকে দান করল। যারা দেশকে প্রতিনিয়ত সুরক্ষা দিচ্ছে তাদের প্রতি এই খুঁদে পড়ুয়ার দান গোটা ভারতবাসীর মন জয় করেছে।


জেলাশাসকের অফিসে যায় এই পড়ুয়া। তার কাছে ছিল তার নিজের ছোট্ট ব্যাঙ্কটি। তার এই টাকা সে জেলাশাসকের হাতে তুলে দিয়ে সেটি ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানায়। এরপর মিডিয়ার সামনে এসে এই পড়ুয়া জানায়, আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমি সমস্ত টাকা ভারতীয় সেনার হাতে তুলে দিলাম। আমি তাদের সাহায্য করতে চাই যারা আমাদের রক্ষা করে।

?ref_src=twsrc%5Etfw">May 13, 2025

 


এই পড়ুয়ার কাজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একজন এক্স হ্যান্ডলার লিখেছেন, এই শিশু যেন জীবনে তার লক্ষ্যে পৌঁছতে পারে। তার এই কাজের জন্য তার পরিবারকেও ধন্যবাদ।


অন্য একজন লিখেছেন, কী আসাধারণ ব্যক্তিত্ব। দেশ এবার নিরাপদ হাতে রয়েছে এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল।