আজকাল ওয়েবডেস্ক: বৌভাতের অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির আত্মীয়, পরিজন থেকে পরিচিতরা। সকলেই মেতে হুল্লোড়ে। আচমকাই পাত্রের উপর ঝাঁপিয়ে পড়লেন এক তরুণী। সঙ্গে সঙ্গে পাত্রকে চড়-থাপ্পড়-কিল-ঘুষি। এহেন কাণ্ডে হতবাক সকলে। পুলিশে অভিযোগ জানানোর আগেই, সকলে দেখেন, অনুষ্ঠানে পুলিশ এসে হাজির। তারপরেই প্রকাশ্যে এল পাত্রের কেচ্ছা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে। রবিবার কল্যাণ মণ্ডপে বৌভাতের অনুষ্ঠানটি ছিল। পুলিশ জানিয়েছে, সেদিনই থানায় ওই পাত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানান তরুণী।‌ এরপর পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সেই বিয়েবাড়িতে। 

সকলের সামনে তরুণী অভিযোগ জানান, পাত্র বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। এমনকী তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। পাঁচ লক্ষ টাকাও নিয়েছিলেন ওই যুবক। কিন্তু আচমকাই কথা বলা বন্ধ করে দেন। হেনস্থাও করেন একাধিকবার। সম্পর্ক ভাঙার কারণ জিজ্ঞাসা করলেও, কোনও উত্তর দেননি। হঠাৎ দিন কয়েক আগে তিনি খবর পান, যুবকের অন্যত্র বিয়ে স্থির হয়েছে। টাকা নিয়ে, প্রতারণা করে পাত্র এই বিয়েতে রাজি হয়েছে। 

এরপর বৌভাতের অনুষ্ঠানে এসে সর্বসমক্ষে অশান্তি করেন তরুণী। সমাজমাধ্যমে সেই মারধরের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, পাত্রীর সামনেই পাত্রকে বেধড়ক মারছেন প্রাক্তন প্রেমিকা। অবশেষে যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান হয়েছে।