রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৩ মে ২০২৫ ১৯ : ৫৯Rajit Das
গোপাল সাহা: রাজ্য তথা দেশজুড়ে অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে শিশুরা। চিকিৎসকদের মতে অধিকাংশ ক্ষেত্রেই এর প্রধান কারণ জিনগত অর্থাৎ বংশ পরম্পরা। পরিবেশ দূষণগত কারণ থাকলেও অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট জনিত রোগের প্রতিফলন অধিকাংশ ক্ষেত্রেই জিনগতভাবে বয়ে আসে শিশুদের মধ্যে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসা শাস্ত্র ও বিশেষজ্ঞদের পাঁচ বছরের নীচের শিশুরা শ্বাসকষ্ট জনিত সমস্য়ায় ভোগা মানেই তা আসলে অ্যাজমা নয়।
অধিকাংশ চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, অ্যাজমা আসলে কোন ফুসফুস জনিত রোগ নয়। এটি আসলে শ্বাসনালীর কারণে হয়ে থাকে। শ্বাসনালীর শেষ অংশে যে ছিদ্রের ব্যাস অর্থাৎ পরিমাপ রয়েছে সেটা সংকুচিত হয়ে গেলে সেখান থেকে একপ্রকার মলিকিউল এবং আলভিওলাই বেরতে থাকে, যা শ্বাসনালীতে বাধা সৃষ্টি করে। যার ফলে এই রোগের সৃষ্টি হয়। চিকিৎসকদের মতে, এই রোগ নিরাময়ে অন্য যেকোনও মৌখিক ওষুধের থেকে ইনহেলারে অনেক দ্রুত কার্যকরী। এক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে না।
এই বিষয়ে পিয়ারলেস হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌমিক ধর আজকাল ডট ইন-কে বলেন, "অ্যাজমা মূলত তিন ধরনের হতে পারে- ১) মাইল্ড অর্থাৎ হালকা স্তর, মাঝেমধ্যে প্রভাব দেখা যায়। ২) মডারেট অর্থাৎ আগের থেকে সিরিয়াস বা এক্ষেত্রে রাতের দিকে প্রভাব দেখা যায়। ৩) সিভিআর অর্থাৎ খুবই গুরুতর, যে কোন সময় প্রভাব পড়তে পারে প্রত্যেকদিন একাধিকবার দিনে রাতে।"
ডা. সৌমিক ধরের কথায়, "অনেকগুলো বিষয় আছে যেগুলো অ্যাজমার মত যেমন, কম বয়সে ব্রঙ্কিওলাইটিস, আপার এয়ারও য়েট অবস্ট্রাকশন ইত্যাদি। যা পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে অধিক মাত্রায় লক্ষণীয়। এজন্য চিকিৎসকরে কাছে যাওয়া প্রয়োজন। তিনি পর্যবেক্ষণ করে চিকিৎসা করবেন, চিকিৎসক উপযুক্ত ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। তবে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে।"
এই বিষয়ে শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্তা দে বলেন, "ওয়ার্ল্ড অ্যাজমা ডে-তে এবার ট্যাগলাইন 'ইনহেলার্স ফর এভরিওয়ান' অর্থাৎ ইনহেলার অ্যাজমার ক্ষেত্রে খুবই জরুরি এবং সকলের ব্যবহার করা উচিত, এটাই আমাদের প্রচেষ্টা।" তিনি আরোও বলেন, "দু'বছরের নীচে বাচ্চাদের ভাইরাল ইনফেকশন বা শ্বাসকষ্ট হতে পারে কিন্তু সেটাকে আমরা অ্যাজমা বলি না, ওটা আসলে ভাইরাল ইন্ডিয়োউইস। এক্ষেত্রে ভবিষ্যতে যে এজমা হবেই এমনটা নাও হতে পারে, সম্ভাবনা কম। তবে পারিবারিক হিস্ট্রিতে যদি থাকে তাহলে সম্ভাবনা প্রবল মাত্রায় বেড়ে যায় অথবা সেদিকেই যায়। এবং তার জন্য প্রপার চিকিৎসা এবং ইনহেলারটা ঠিকমতো নেওয়াটা জরুরি। ইনহেলারে কোনওরকম কোন ভয়ের বিষয় নয়, যারা ভয় পাচ্ছেন ভুল করছেন। ইনহেলারে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায়। তবে এই ধরনের চিকিৎসা দীর্ঘমেয়াদী ধৈর্য থাকতে হবে।"
শনিবার পিয়ারলেস হাসপাতালে 'বিশ্ব এজমা দিবস' উদযাপন উপলক্ষে উপস্থিত অ্যাজমা তে আক্রান্ত শিশুর মা শ্রীমতি দীপান্বিতা সেনাপতি আজকাল ডট ইন-কে বলেন, "আমার ছেলে এক বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত হয়েছিল। আজ অনেক সুস্থ। এখন বয়স আট বছর। ধৈর্য ধরে আমি চিকিৎসা করিয়েছি তাই আজ অনেক ভালো আছে। গত বছর সাত বছর বয়সে ক্যারাটেতে ন্যাশনালে সিলভার মেডেল জিতে এসেছে। ডাক্তাররা বলেছেন যে আর কিছুদিন চিকিৎসায় থাকলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।"
নানান খবর

নানান খবর

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪