আজকাল ওয়েবডেস্ক: এসআইপিতে বিনিয়োগ যদি সঠিকভাবে করা যায় তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য। তবে এখানে বিনিয়োগ করতে হলে সেখানে আপনাকে সময় দিতে হবে। তাহলেই সেখান থেকে ভাল ফল পাবেন।
 
 যত বেশি সময় ধরে এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন ততই আপনি লাভের মুখ দেখতে পারবেন। সেখানে যদি নিজেকে সেইমতো প্রস্তুত করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভ পাবেন। 
 
 এসআইপিতে বছরে সুদের হার থেকে ১৩ শতাংশ করে। যদি মাসে ১৮ হাজার টাকা ২৫ বছর ধরে এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি ৩.৫ কোটি টাকার করপাস পেতে পারেন। সেখানে আপনার মোট বিনিয়োগের অর্থ হবে ৫৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৩ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা।
 
 তবে যদি বাজার ভাল থাকে তাহলে আপনার মোট বিনিয়োগ এবং ক্যাপিটাল গেন মিলিয়ে আপনি পেতে পারেন ৩ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা। তাহলে দেখে নিন আপনার মোট বিনিয়োগ হবে ৫৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৩ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা। মোট রিটার্ন হাতে পাবেন ৩ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা।
 
 তবে একটা বিষয় মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। ফলে সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করবেন। যদি বিনিয়োগ করতে গিয়ে আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। তাই সেখানে নিজের সিদ্ধান্ত মেনে চলুন। 
