আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের রোহিনীতে একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লি দমকল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ২০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 এক কর্মকর্তা জানান, সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে একটি ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুলিশের এক সিনিয়র অফিসার জানান, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

রোহিনীর উপপুলিশ কমিশনার (ডিসিপি) অমিত গোয়েল জানান, "প্রায় ৪০০টিরও বেশি ঝুপড়ি এই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কুলিং অপারেশন চলছে।"

দমকল ও পুলিশ বিভাগের একাধিক দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।