মোহনবাগান-২ কেরালা ব্লাস্টার্স-১ 
(সাহাল, সুহেল) (শ্রীকুট্টন)

আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও আইএসএল জিতে নিতে পারে। ময়দানে কান পাতলেই তা শোনা যায়। সবুজ-মেরুন সম্পর্কে যে কথা ময়দানে প্রচলিত তা যে ভুল নয়, তা শনিবার দেখিয়ে দিল আইএসএলের লিগ শিল্ড ও আইএসএল খেতাব জয়ী মোহনবাগান। 

সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ২-১ গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। সবুজ-মেরুনের হয়ে গোল দুটি করেন সাহাল ও সুহেল ভাট। শেষ মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের হয়ে শ্রীকুট্টান গোল করলেও তা যথেষ্ট ছিল না। 

এই কেরালা ব্লাস্টার্সই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে বিধ্বস্ত করেছিল। গতবারের চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেডকে প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে দেন নোয়ারা। কিন্তু শনিবার মোহনবাগানের কাছে কেরালা ব্লাস্টার্সকে বেরঙিন দেখায়। প্রথম একাদশের অধিংকাশ ফুটবলার নেই। হোসে মোলিনার পরিবর্তে বাস্তব রায় দলের কোচ। তরুণ ফুটবলারদের নিয়েই কেরালাকে বাস্তবটা দেখিয়ে দিল সবুজ-মেরুন। 

কেরালার জালে প্রথম বল জড়ান সাহাল। তিনিও কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলার। সেই সাহাল পায়ের কাজ দেখিয়ে ২২ মিনিটে এগিয়ে দেন মোহনবাগানকে। সালাউদ্দিন কেরলার ছেলে। তিনি ম্যাচের সেরা হন। তিনিও গোল করতে পারতেন। ঘরের ছেলেদের কাছেই পর্যুদস্ত হল কেরালা। 

সুহেল ভাট দ্বিতীয় গোলটি করেন ৫১ মিনিটে। আশিকের পাস থেকে তিনি ব্যবধান বাড়ান। কেরালাও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু জিমিনেজ একাধিক সুযোগ হাতছাড়া করেন। শেষ লগ্নে কেরালা ব্যবধান কমালেও মোহনবাগানের শেষ চারে পৌঁছতে সমস্যা হয়নি। দলের খেলায় খুশি কোচ বাস্তব রায়। তিনি বলেন, ''আমি বাচ্চাদের নিয়ে খেলার আরও একটা সুযোগ পেলাম।''