শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

Riya Patra | ২৩ এপ্রিল ২০২৫ ২৩ : ১৯Riya Patra


মিল্টন সেন,হুগলি: বেআইনি পথে যানবাহন বিক্রি রুখতে করা পদক্ষেপ রাজ্য পরিবহন দপ্তরের। বুধবার এই মর্মে রাজ্য পরিবহন দপ্তরের তরফে একটি সার্কুলার রাজ্যের সমস্ত জেলাশাসককে পাঠানো হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে পরিবহন দপ্তর অনুমোদিত ট্রেড সার্টিফিকেট বহির্ভূত যে সমস্ত যানবাহনের শোরুম রয়েছে সেগুলিকে অবিলম্বে বন্ধ করে দিতে হবে। একইসঙ্গে ওই শোরুমে থাকা রেজিস্ট্রেশন ছাড়া বাহনগুলিকে প্রয়োজনে বাজেয়াপ্ত করতে হবে। যানবাহনের মূল ডিলারদের ক্ষেত্রে স্টক রেজিস্টার, বিক্রিত বাহন, রেজিস্টার্ড বাহন এবং অবিক্রীত বাহনের সংখ্যা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ডিলারদের শো রুমে পরিবহন এনফোর্সমেন্ট রেইড করে রেজিস্ট্রেশন ছাড়া হস্তান্তর করা গাড়ির সংখ্যা শনাক্ত করতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন ছাড়া প্রতিটি গাড়ি বিক্রির জন্য বিদ্যমান চক্রবৃদ্ধি জরিমানা বিজ্ঞপ্তি অনুযায়ী আরোপ করতে হবে।


নিয়ম অনুযায়ী ডিলার নির্ধারিত যে কোনও একটি কোম্পানির গাড়ি বিক্রি করার অনুমোদন পায়। রাজ্য পরিবহন দপ্তরের ট্রেড সার্টিফিকেট অর্থাৎ অনুমোদন সাপেক্ষে ডিলার গাড়ির শোরুম খুলে থাকে। একইসঙ্গে ওই ডিলার সরকারি বাহন পোর্টাল এক্সেস করার সুবিধে পেয়ে থাকে। ফলে ডিলার মারফত বিক্রিত গাড়ির বিল চালান এবং ইঞ্জিন চেসিস ইত্যাদি নম্বর সরাসরি বাহন পোর্টালের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে ডিলারের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি তরফে ওই বিক্রিত গাড়ির একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়।

কিন্তু চলতি সময়ে লক্ষ করা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গায় সাব ডিলার শোরুম খুলে ব্যবসা ফেদে বসেছে। একই শোরুমে একাধিক কোম্পানির গাড়ি রেখে ব্যবসা চলছে। যেখানে একটি নির্ধারিত কোম্পানির গাড়ি বিক্রির জন্য ডিলারদের ট্রেড সার্টিফিকেট দিয়ে থাকে রাজ্য পরিবহন দপ্তর। ফলে ওই কোম্পানির গাড়ি জেলার অন্যত্র বিক্রি করার ইচ্ছে থাকলে ওই ডিলারকেই তা করার নির্দেশ দেওয়া থাকে। অন্য কেউ সেই কোম্পানির গাড়ি বিক্রি করতে পারে না। এক্ষেত্রে একাধিক অসাধু ডিলার বেশি গাড়ি বিক্রির উদ্দেশ্যে সাব ডিলারদের তাঁদের কোম্পানির গাড়ি দিয়ে দেয়। এক্ষেত্রে তারা জেলা বা নির্ধারিত এলাকাও মানে না। এই সুযোগে বিভিন্ন সাব-ডিলার শুধু মাত্র ট্রেড লাইসেন্সের বলে শোরুম খুলে বিভিন্ন কোম্পানির একাধিক গাড়ি একসঙ্গে বিক্রি করে থাকে। দেখা যায়, একটি গাড়ি একবার বিল চালান করে ডিলার, সাব-ডিলার কে দিচ্ছে। সাব- ডিলার সেই গাড়ির আবার বিল করছে। বেশি দামে ক্রেতাকে বিক্রি করছে।

যেহেতু ওই সাব-ডিলারের ট্রেড সার্টিফিকেট নেই, তাই ওই গাড়ি আবার রেজিট্রেশনের জন্য ডিলারের কাছে ফিরে আসছে। এবার ডিলার আবার ওই ক্রেতার নামে একই গাড়ির পৃথক বিল চালান বানিয়ে পোর্টালে আপলোড করছে। ফলে একই গাড়ির তিন বার বিল করা হচ্ছে। এক্ষেত্রে ডিলার তার প্রদেও জি এস টির একটা বড় অংশ আর জমা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী ডিলার তার লভ্যাংশের ২৮ শতাংশ জি এস টি দেওয়ার কথা। এক্ষেত্রে সাব- ডিলারকে গাড়ি দেওয়ার সময় ডিলার তার বিলে লভ্যাংশের ৭০ থেকে ৯০ শতাংশ ছাড় দেখিয়ে দিয়ে দিচ্ছে। বাকি লভ্যাংশের উপর জি এস টি জমা করে দায় সেরে ফেলছে। দেখা যাচ্ছে, সাব-ডিলার আবার সেই গাড়ি বিক্রির সময় ক্রেতার কাছে বিক্রিত মূল্যের উপর দ্বিতীয়বার জি এস টি চার্জ করছে। ফলে ডিলারের এই কার্যকলাপে রাজ্য কেন্দ্র দুইই প্রাপ্য জি এস টি থেকে বঞ্চিত হচ্ছে।

 এই প্রক্রিয়ায় গাড়ি বিক্রি সম্পূর্ণই বেআইনি হয়ে আসছে, দাবি করছেন জেলার একাধিক বড় ডিলার। তাঁদের অভিযোগ, মোটর ভেহিকেল আইনে সাব-ডিলার বলে কিছু হয় না। ট্রেড সার্টিফিকেট ব্যতীত শুধু ট্রেড লাইসেন্সের বলে গাড়ি বিক্রি করা বেআইনি। তার উপর আবার জি এস টির সুবিধে নেওয়া অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত গাড়ি বিক্রি করার লোভে সাব-ডিলার তৈরি করেছে। তারা অধিক মুনাফার লক্ষ্যে জেলার বাইরেও গাড়ি দিয়ে দিয়ে দিতে দ্বিধাবোধ করছে না। অদ্ভুত ভাবে সাব-ডিলারের বিল চালানের উপর ভিত্তি করে ফাইন্যান্স কোম্পানি লোনও দিয়ে দিচ্ছে। একটি বিলের উপর ফাইন্যান্স হচ্ছে, অথচ অন্য বিলের ভিত্তিতে রেজিস্ট্রেশন হচ্ছে। কীভাবে সম্ভব? প্রশ্ন একাধিক ডিলারের। রাজ্য পরিবহন দপ্তরের এই পদক্ষেপে তাঁরা খুশি। বলছেন, এরকম গজিয়ে ওঠা একাধিক কোম্পানির গাড়ির শোরুম গুলিও যে বেআইনি তা পরিবহন দপ্তরের নোটিসেই পরিষ্কার হয়ে গেছে। এদিন রাজ্যের দেওয়া সার্কুলারে পরিষ্কার উল্লেখ করা হয়েছে পরিবহন দপ্তরের নজরে পড়েছে রাজ্য জুড়ে ডিলার দ্বারা বিপুল সংখ্যক যানবাহন রেজিস্ট্রেশন ছাড়াই ক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে। মোটর ভেহিকেল আইনে পরিষ্কার বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি এভাবে দেওয়া যায়না। প্রক্রিয়া সম্পূর্ণই বেআইনি।


Strict measuresTransport Directorateillegeal vehicle

নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া