আজকাল ওয়েবডেস্ক: নয় ম্যাচের মধ্যে চার হার। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের কাছে হারে লখনউ সুপার জায়ান্টস। আউট হওয়ার পর ডাগআউটে মেন্টর জাহির খানের সঙ্গে গভীর আলোচনায় জড়িয়ে পড়েন ঋষভ পন্থ। দু'জনের মধ্যে বচসা হয়। দেখে মনে হয়, নিজের ব্যাটিং পজিশন নিয়ে অসন্তুষ্ট পন্থ। সাত নম্বরে ব্যাট করতে নামেন দিল্লির অধিনায়ক। শূন্য রানে ফেরেন। যা মেনে নিতে পারেননি। এই নিয়ে তাঁকে একহাত নেন অম্বতি রায়ডু। জাতীয় দলের প্রাক্তন তারকা মনে করেন, এবার দায় নিজের কাঁধে নেওয়া উচিত পন্থের। রায়ডু বলেন, 'আমার মনে হয় এবার পন্থের দায় নেওয়া উচিত। এবার নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা ভাল দলের জন্য এইধরনের ছবি ভাল না। কারণ সবকিছু রুদ্ধদ্বারে হওয়া উচিত। ড্রেসিংরুমের ভেতরে হতে পারে। নিজেদের মধ্যে ঝামেলা, তর্ক-বিতর্ক বন্ধ দরজার পেছনে হওয়া উচিত। লখনউয়ের হয়ে সিদ্ধান্ত এবার পন্থকে নিতে হবে। ওকে আরও ওপরের দিকে নামতে হবে। আর কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। ও অধিনায়ক। ক্রিকেট অধিনায়কের ম্যাচ। দলে কয়েকটা পরিবর্তন দরকার। মায়াঙ্ক যাদবকে নেওয়া যেতে পারে।'
লখনউয়ের হয়ে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন ঋষভ। রান ১০৬। স্ট্রাইক রেট ৯৬.৩৬। এখনও পর্যন্ত ফ্লপ ক্রিকেটারদের তালিকায় প্রথমদিকে থাকবেন। ম্যাচের পর লখনউ অধিনায়ক জানান, এখনও সেরা কম্বিনেশন খুঁজে পায়নি তাঁরা। দাবি করেন, টসও পার্থক্য গড়ে দিয়েছে। পন্থ বলেন, 'আমরা জানতাম ২০ রান মতো কম হয়েছে। টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রথমে বল করা দল উইকেট থেকে সাহায্য পায়। লখনউতে বরাবর তেমনই হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তুলনায় সহজ হয়। এই নিয়ে অভিযোগ করার কিছু নেই। টস বড় ভূমিকা নিচ্ছে। কিন্তু আমরা কোনও অজুহাত দিতে চাই না।' পরের ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি লখনউ।
