শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কংগ্রেস গড়ে রক্তক্ষরণ, একসঙ্গে হাত ছাড়লেন প্রায় হাজার নেতা-কর্মী

Pallabi Ghosh | ২২ এপ্রিল ২০২৫ ১৮ : ৩২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: একসময় রাজ্যের কংগ্রেস 'গড়' হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল। মঙ্গলবার বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কয়েকটি রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার নেতা-কর্মী। 

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন, বাম-কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙ্গা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল, ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকী, নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা রিজিয়া খাতুন, বেলডাঙ্গা-১ পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা খাতুন, আসারুল শেখ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক হাজার নেতাকর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং দলের অন্যান্য শীর্ষ পদাধিকারীরা। 

অপূর্ব সরকার বলেন, 'মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তাতে শামিল হওয়ার জন্য আজ সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।' জেলার যে সমস্ত মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে এদিন অপূর্ব সরকার তাঁদের সকলকে তৃণমূল কংগ্রেসে শামিল হওয়ার জন্য আহ্বান জানান। 

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকী বলেন, 'তৃণমূল কংগ্রেসে থাকার সময় আমি পুরসভা এবং পঞ্চায়েতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কোনও কারণে রাগ করে আমি দেড় বছর দল থেকে দূরে ছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরে আজ আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য।'
 
অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন বলেন, 'এখানে কংগ্রেস মানুষের জন্য আন্দোলন করে না। বিজেপির সুরে কথা বলে। এখানকার কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি কংগ্রেস দলটি চালাচ্ছে। তাই আমার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম।'


MurshidabadCongressTMC

নানান খবর

নানান খবর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট

ভুট্টা ক্ষেতে লাল ট্রলি ব্যাগ, ভিতরে ‘দলা পাকানো’ লাশ!

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া