আজকাল ওয়েবডেস্ক: ধোনি নাকি সারা দিনে পাঁচ লিটার দুধ খান। সম্প্রতি এক প্রোমোশনাল ইভেন্টে এসে একথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
 
 আসল বিষয়টা একটু অন্য। ওই অনুষ্ঠানের সঞ্চালক ধোনিকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনাকে নিয়ে ওঠা সবচেয়ে মজাদার গুজব কী?’ এই প্রশ্নেরই জবাবে ধোনি বলেন, ‘আমি নাকি সারা দিনে পাঁচ লিটার দুধ খাই।’ এরপরই ধোনি জানান, ‘আমি হয়ত সারা দিনে এক লিটার দুধ খাই। কিন্তু পাঁচ লিটার মনে হয় সবার জন্যই একটু বাড়াবাড়ি হয়ে যাবে।’
 
 এরপর সঞ্চালক ধোনিকে আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। জানতে চান, ধোনি নাকি ওয়াশিং মেশিনে লস্যি তৈরি করেন। এটাও যে একটা গুজব তা মনে করিয়ে দিয়ে ধোনি জানান, ‘জীবনে কোনওদিন লস্যি খাইনি।’
 
 এদিকে, চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে একেবারেই ছন্দে নেই। একের পর এক ম্যাচ হার। রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য ছিটকে যাওয়ায় অধিনায়কের হট সিটে ফের বসেছেন ধোনি। কিন্তু ব্যাট হাতে সেই পারফরম্যান্স আর নেই। তাই অবসরের প্রসঙ্গও উঠেছে। অনুষ্ঠানে এই প্রসঙ্গে ধোনি জানিয়েছেন, ‘আগামী বছরের জন্য সঠিক কম্বিনেশন তৈরি করে নিতে হবে। বেশি ক্রিকেটার বদল করে লাভ নেই। প্রথম এগারো নিশ্চিত করে আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।’
 
 মাহির এই কথাতেই স্পষ্ট, আগামী আইপিএলেও ক্রিকেটার হিসেবে দেখা যাবে ধোনিকে। 
