
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টকে 'ধর্মযুদ্ধে' উস্কানি দেওয়ার জন্য দায়ী করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 'সুপ্রিম কোর্ট নিজের সীমা ছাড়াচ্ছে' বলেও মন্তব্য করেছেন তিনি। সাংসদের এহেন বক্তব্য দেশের বিচার ব্যবস্থাকে অবমাননা বলে শোরগোল পড়ে যায়। তাঁর বিরুদ্ধে ফৌজদারী অবমাননা মামলা দায়েরের অনুমতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতেই শীর্ষ আদালত জানিয়েছে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা দায়ের করার জন্য তার অনুমতির প্রয়োজন নেই।
আদালত এবং ভারতের প্রধান বিচারপতি-র বিরুদ্ধে দুবের মন্তব্যের জন্য আইনজীবী আনাস তানবীর শীর্ষ আদালতকে বিজেপি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার অনুরোধ করেন। তার প্রেক্ষিতেই বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনকারীকে শুধু অ্যাটর্নি-জেনারেলের সম্মতি নিতে হবে।
বিচারপতি বি আর গাভাই আবেদনকারী আইনজীবী তানবীরকে বলেন, "ফৌজদারী অবমাননা মামলা আপনি দায়ের করতে পারেন। দায়ের করার জন্য, আপনার আমাদের অনুমতির প্রয়োজন নেই। আপনার শুধু অ্যাটর্নি জেনারেলের অনুমোদনের প্রয়োজন হবে।"
নয়া ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই শীর্ষ আদালতকে বেনজির আক্রমণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, "সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে তাহলে সংসদ এবং রাজ্যে রাজ্যে আইনসভার কী প্রয়োজন! সেগুলি বন্ধ করে দেওয়া হোক।" ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলায় উত্তেনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে দুবে দাবি করেন যে, আদালতই দেশে গৃহযুদ্ধের জন্য দায়ী থাকবে।
কংগ্রেস নেতা মোহাম্মদ জাভেদ-সহ ওয়াকফ মামলার কিছু আবেদনকারীর প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট আনাস তানবীর অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি লিখেছেন, দুবের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার জন্য তাঁর সম্মতি চেয়েছেন।
তানবীরের মতে, সাংসদ দুবের জনসমক্ষে দেওয়া বক্তব্যগুলি অত্যন্ত কলঙ্কজনক, বিভ্রান্তিকর এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও কর্তৃত্ব হ্রাস করার লক্ষ্যে এবং বিচারের নিরপেক্ষতার উপর সাম্প্রদায়িক অবিশ্বাস উস্কে দিতে পারে। এজিকে লেখা চিঠিতে তানবীর লিখেন, 'দুবের মন্তব্য জাতীয় অস্থিরতার জন্য দায়ী, যার ফলে দেশের সর্বোচ্চ বিচারিক কার্যালয়কে কলঙ্কিত করা হচ্ছে এবং জনসাধারণের অবিশ্বাস, ক্ষোভ এবং সম্ভাব্য অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে'
"জাতীয় অস্থিরতার জন্য সাংসদ বেপরোয়াভাবে প্রধান বিচারপতিকে দায়ী করেছেন। যা দেশের সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে এবং জনসাধারণের অবিশ্বাস, ক্ষোভ এবং সম্ভাব্য অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।"
এদিকে, অ্যাডভোকেট নরেন্দ্র মিশ্র প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন, যাতে তিনি নিজেই বিষয়টি গ্রহণ করেন এবং দুবের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগে মামলা শুরু করেন। মিশ্র তাঁর চিঠিতে লিখেছেন, "এই বিবৃতিগুলি বিচার বিভাগকে ভয় দেখানো, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সংবিধান রক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে অবমাননার ইচ্ছাকৃত প্রচেষ্টা।"
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান