আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে আবার ভারতীয় দলে খেলতে দেখা যাবে? প্রশ্ন তুলে দিয়েছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী নায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। লখনউ ম্যাচে যেভাবে উইকেটের পিছনে ক্ষিপ্রতা দেখিয়েছেন ও ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে এসেছেন, তাতে এই প্রশ্ন তুলে দিয়েছেন দেশের এই প্রাক্তন ক্রিকেটার।
 
 ধোনির ঠান্ডা মাথায় ইনিংস শেষ করা। শ্রীকান্ত বলছেন, ‘আইপিএলে দুর্দান্ত জয় পেল চেন্নাই। ধোনি আরও একবার প্রমাণ করল কেন ওকে থালা বলে ডাকা হয়। শুধু পারফরম্যান্স নয়। ঠান্ডা মাথায় দলকে জিতিয়ে এল। এটা শুধু একটা জয় নয়। মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন।’ 
 
 সোমবার ধোনি যখন ব্যাট করতে এসেছিলেন তখন দলের দরকার ৫ ওভারে ৫৬ রান। ধোনির ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয়। শিবম দুবের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে দলকে জেতান মাহি। ম্যাচে চেন্নাই দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং করেছে। শ্রীকান্তের কথায়, ‘দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ের নমুনা দেখলাম। উইকেটের পিছনে দুর্দান্ত খেলল ‘তরুণ’ ধোনি। আমি তো বলব ভারতীয় দলে শুধু উইকেটরক্ষক হিসেবে ধোনি আবার সুযোগ পেতেই পারে। ধোনি যা খেলল তার বর্ণনা করা যায় না।’
 
 এটা ঘটনা রুতুরাজ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর চেন্নাই ফ্রাঞ্চাইজি ধোনিকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। কলকাতার কাছে হারলেও লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেন্নাই। টানা পাঁচ ম্যাচ হারের পর জয়। 
