আজকাল ওয়েবডেস্ক:‌ এই ৪৩ বছর বয়সে এসেও রেকর্ড গড়ছেন মহেন্দ্র সিং ধোনি। লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ধোনির অধিনায়কত্বে। ম্যাচে ১১ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন ধোনি। তিনি ও শিবম দুবে দলকে জিতিয়ে প্যাভিলিয়নে ফেরেন।


শেষ মুহুর্তে গুরুত্বপূর্ণ ইনিংস ও উইকেটের পিছনে ক্ষিপ্রতা। ধোনি লখনউ ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। যদিও তিনি নিজেই আয়োজকদের এই সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন।

 
এটা ঘটনা ৪৩ বছর ২৮০ দিন বয়সে টি২০ লিগ ক্রিকেটে সেরার পুরস্কার পাচ্ছেন ধোনি। ভাবা যায়। সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে সেরার পুরস্কার পেয়ে নজির গড়লেন তিনি। ভাঙলেন ১১ বছরের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল প্রবীণ তাম্বের। ২০১৪ সালে ৪২ বছর ২০৮ দিন বয়সে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তাম্বে। 


সোমবারের খেলায় আরও একটি নজির গড়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসে ২০০ ফিল্ডিং শিকারের মালিক হয়েছেন মাহি। আয়ূষ বাদোনিকে স্টাম্পড করেই ২০০ শিকারের মালিক হন ধোনি। আইপিএলের ইতিহাসে ২০০ ফিল্ডিং শিকার আর কারও নেই। শীর্ষে ধোনিই।


আপাতত আইপিএলে ধোনির ২০১ শিকার। এরপর আছেন দীনেশ কার্তিক (‌১৮২)‌, এবিডি’‌ভিলিয়ার্স (‌১২৬)‌, রবীন উথাপ্পা (‌১২৪)‌, ঋদ্ধিমান সাহা (‌১১৮)‌, বিরাট কোহলি (‌১১৬)‌।