আজকাল ওয়েবডেস্ক: বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই হোটেলে আগুন ধরেছে বলেই খবর। তৃতীয় তলের স্পায়ের ঘর থেকেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু তা ভয়াবহ আকার ধরার আগেই হোটেল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে দেন।
সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়দের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। আগুন লাগায় ক্ষয়ক্ষতি কিছু হয়নি। কীভাবে আগুন ছড়িয়ে পড়ল, তা নিয়ে তদন্ত চলছে।
সানরাইজার্স হায়দরাবাদ ৬টি ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে। লিগ তালিকায় ৯ নম্বরে রয়েছে সানরাইজার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা বিধ্বংসী ইনিংস খেলার পরে অভিনব সেলিব্রেশন করে শিরোনাম হয়েছেন।
যুজবেন্দ্র চহালের বলে সেঞ্চুরির পর উপ্পল স্টেডিয়াম জুড়ে কেবলই অভিষেক বন্দনা। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছনোর পরে অভিষেক শর্মা ঘুসি ছোড়েন শূন্যে। উপস্থিত দর্শকদের দিকে ব্যাট তুলে অভিনন্দন গ্রহণ করেন।
হেলমেট খুলে তার ভিতর থেকে এক টুকরো কাগজ বের করেন। সেই চিরকুট তিনি তুলে ধরেন সমর্থকদের দিকে। কী লেখা ছিল সেই চিরকুটে? ক্যামেরা জুম করলে বোঝা যায় তাতে লেখা,''দিস ওয়ান ইজ ফর দ্য অরেঞ্জ আর্মি।'' সানরাজার্স হায়দরাবাদের সমর্থকদের 'অরেঞ্জ আর্মি' বলা হয়।
সেই সানরাইজার্স হায়দরাবাদের হোটেলেই আগুন লাগার খবরে চমকে ওঠেন ক্রিকেটপাগলরা।
