আজকাল ওয়েবডেস্ক: মাদুরাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রছাত্রীদের “জয় শ্রী রাম” স্লোগান দিতে বলায় নতুন করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। কাম্ব রামায়ণমের রচয়িতা প্রাচীন কবিকে শ্রদ্ধা জানাতে এই আহ্বান জানান তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিএমকে মুখপাত্র বলেছেন, “রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করছেন, তিনি আরএসএস-এর মুখপাত্রে পরিণত হয়েছেন।” কংগ্রেস বিধায়ক আস্সান মৌলানা অভিযোগ করেন, “তিনি একজন ধর্মীয় নেতার মতো কথা বলছেন, যা জাতীয় ঐক্যে বিঘ্ন ঘটাতে পারে।”
এছাড়াও, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে ১০টি বিল আটকে রাখার সিদ্ধান্তকে "অবৈধ" বলে ঘোষণা করেছে। আদালত বলেছে, কোনো রাজ্যপাল বিল আটকে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে পারেন না।
এই সব মিলিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে সংঘাত আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
