আজকাল ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ কেন্দ্রীয় সরকারের Employment Linked Incentive (ELI) প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন।

এক্স-এ একটি পোস্টে কংগ্রেস নেতা বলেন, “মোদী প্রতিদিন নতুন স্লোগান তৈরি করছেন, কিন্তু দেশের যুবসমাজ এখনও আসল চাকরির সুযোগের অপেক্ষায়। কোটি কোটি চাকরি সৃষ্টির জন্য আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কী? না কি এটাও আরেকটা 'জুমলা' মাত্র?”

রাহুল গান্ধী আরও বলেন, “MSME খাতে বড় বিনিয়োগ, প্রতিযোগিতা ভিত্তিক ন্যায্য বাজার, স্থানীয় উৎপাদন ব্যবস্থাকে সাহায্য এবং যুবসমাজকে সঠিক দক্ষতা দিয়ে গড়ে তোলা—এই পথেই কোটি কোটি চাকরি তৈরি সম্ভব।”

তিনি মোদীর দৃষ্টি কার দিকে, তা নিয়েও প্রশ্ন তোলেন। “প্রধানমন্ত্রী কবে তাঁর মনোযোগ আদানি ও তাঁর ধনী বন্ধুদের সম্পদ বৃদ্ধির দিক থেকে সরিয়ে, প্রান্তিক সমাজের যুবকদের সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দিকে ঘোরাবেন?”—প্রশ্ন তুলেছেন গান্ধী।

প্রসঙ্গত, গত মার্চ মাসে কংগ্রেস বিহারে ‘পালায়ন আটকাও, চাকরি দাও’ যাত্রা শুরু করেছে, যার লক্ষ্য ছিল বেকারত্ব ও রাজ্য থেকে বড় আকারে কর্মসংস্থানের জন্য অন্যান্য রাজ্যে অভিবাসনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা।