আজকাল ওয়েবডেস্ক: নয়নার নাগেন্দ্রন হচ্ছেন তামিলনাড়ু বিজেপির নতুন সভাপতি। বুধবার রাজ্য সভাপতির পদে শুধুমাত্র তিনিই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, ফলে প্রতিদ্বন্দ্বীহীনভাবেই তাঁর এই পদ পাওয়া নিশ্চিত হয়। বিদায়ী সভাপতি কে. অন্নামালাই তাঁর নাম প্রস্তাব করেন এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তা সমর্থন করেন।

এই নিয়োগের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ সময়ে তামিলনাড়ু বিজেপির দায়িত্ব গ্রহণ করলেন নাগেন্দ্রন, যখন দলটি রাজ্যের রাজনৈতিক ময়দানে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছে।

তিরুনেলভেলি থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক নাগেন্দ্রনের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এআইএডিএমকে-তে। এই পটভূমিতে তাঁর সভাপতি হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে বিজেপি এআইএডিএমকের সঙ্গে জোট ঠিকঠাক করার দিকে নজর দিচ্ছে।