রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বাজেপি শাসিত হরিয়ানায় রমরমিয়ে কন্যাভ্রূণ হত্যা! শেষে নড়েচড়ে বসল প্রশাসন, কড়া পদক্ষেপ

RD | ১১ এপ্রিল ২০২৫ ১৫ : ৩৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বেলাগাম লিঙ্গ নির্ধারণ ও কন্যাভ্রূণ হত্যার ঘটনা সামনে আসার পরই পদক্ষেপ করল  বিজেপি শাসিত হরিয়ানা সরকার। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি ৩০০টি স্বাস্থ্যকেন্দ্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

নারী ক্ষমতায়নকে বিবেচনা করে ২০১৫ সালে এই হরিয়ানার পানিপথে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, প্রতি বছরই দেখা যাচ্ছিল যে, হরিয়ানায় ছেলের তুলনায় মেয়েদের জন্মহার ব্যাপকভাবে কমছে। ২০১৯ সালে ১০০০ জন ছেলের তুলনায় মেয়ের জন্ম হার ছিল ৯২৩ জন। ২০২৪ সালে তা আরও কমে দাঁড়ায় ৯১০। এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের তদন্তে উঠে আসে কীভাবে হরিয়ানায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় বেলাগাম কন্যাভ্রূণ হত্যার ঘটনা ঘটছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন-হরিয়ানার পরিচালক ডঃ বীরেন্দ্র যাদব। লিঙ্গ বৈষম্য নিয়ে ডাঃ বীরেন্দ্র যাদব বলেন, "বিষয়টি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই ২৩ টি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এই কেন্দ্রগুলিতেই গর্ভপাত করানো হত। পাশাপাশি ভ্রূণ নির্ধারক এমটিপি কিট অনলাইনে বিক্রি করে এমন ১৭টি বিক্রেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।" 

এছাড়াও শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে ১২টি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি হিসার জেলার নোডাল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। নোটিস জারি করা হয়েছে একাধিক স্বাস্থ্য আধিকারিককে। রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ লিঙ্গ অনুপাত রয়েছে এমন তিনটি কমিউনিটি হেলথ সেন্টারের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে চার্জসিট দাখিল করা হয়েছে। পাশাপাশি ৫টি জেলার পিএনডিটি নোডাল অফিসারদের বদলি করা হয়েছে। 

পাশাপাশি বহু আইভিএফ এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্রগুলিকে তদন্তের আওতায় রাখা হয়েছে। কোনও অভিযোগ সামনে এলেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মামলা দায়ের হয়েছে অবৈধ গর্ভপাতের সঙ্গে জড়িত এজেন্টদের বিরুদ্ধেও।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের অন্তরতদন্তে জানা গিয়েছে, দুই কন্যার মা পূজা তৃতীয়বার গর্ভবতী হওয়ায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরা গর্ভস্থসন্তানের লিঙ্গ নির্ধারণ করেন। দেখা যায় পূজার তৃতীয় সন্তান কন্যা। অভিযোগ এরপরই শ্বশুর বাড়ির লোকেতা তাঁকে গর্ভপাতের জন্য চাপ দেন। এই অবস্থায় পূজা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে এসে ওই সন্তানের জন্ম দেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর লিঙ্গ নির্ধারনকারী অভিযুক্ত চিকিৎসক-সহ গোটা চক্রের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ প্রশাসন। 

সেই সঙ্গেই লিঙ্গ নির্ধারণ ও গর্ভপাত আটকাতে আশা কর্মীদের সাহায্যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। একাধিক কন্যা সন্তান রয়েছে এমন গর্ভবতী মহিলাদের তদারকি করার জন্য আশা কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। এবং কন্যা সন্তানের জন্মের পর সেই মাকে ১,০০০ টাকা উপহার দিচ্ছে সরকার। কমপক্ষে একটি কন্যা সন্তান সহ প্রায় ৬২,০০০ গর্ভবতী মহিলাকে ১০৪ হেল্পলাইনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে।

হরিয়ানা সরকার দাবি করেছে যে, চলতি বছরের মার্চ মাস থেকে লিঙ্গ অনুপাত প্রতি ১,০০০ ছেলের মধ্যে ৯১১ জন মেয়ে হয়েছে। অর্থাৎ, ১ জন করে কন্যা সন্তানের সংখ্যা বেড়েছে। 


Female Foeticide RacketFemale FoeticideHaryanaHaryana Female Foeticide

নানান খবর

নানান খবর

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া