আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। জয় মাত্র দুটিতে। হার তিনটিতে। তার মধ্যে দুটি ইডেনে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স শুক্রবার নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। খেলা চিপকে। যদিও চেন্নাইয়ের অবস্থাও ভাল নয়। ১০ দলের টুর্নামেন্টে কেকেআর যদি ছয়ে থাকে, তাহলে চেন্নাই নয়ে। ৫ ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। আর চারটি হার।
 
 চিপকে সাধারণত স্পিনাররা সাহায্য পায়। তাই কেকেআরের প্রথম একাদশে শুক্রবার বদলের সম্ভাবনা রয়েছে। ইডেনে স্পিন সহায়ক উইকেট না পেলেও চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে কলকাতা শুক্রবার নারাইন, বরুণের সঙ্গে মঈন আলিকেও খেলাতে পারে। যে মঈনকে লখনউয়ের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়নি।
 
 আর মঈন খেললে বসতে হবে লখনউ ম্যাচ খেলা স্পেন্সার জনসনকে। তাছাড়া মঈন খেললে ব্যাটিং গভীরতাও বাড়বে দলের। মঈন এর আগে চেন্নাই সুপার কিংসে খেলেছেন। ফলে চিপকের উইকেট তাঁর কাছে অচেনা নয়।
 
 তবে ব্যাটিংয়ে বড় একটা বদলের সম্ভাবনা নেই। ওপেনে নারাইনের সঙ্গে ডি’কক। অধিনায়ক রাহানে থাকবেন তিনে। বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং রয়েছেন। তবে কেকেআর প্রথমে বল করলে রঘুবংশীকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে পরে নামানো হবে। তবে রাসেলের অফ ফর্ম যথেষ্ট চিন্তায় রেখেছে কলকাতাকে। যদিও তাঁকে বসানোর কোনও খবর এখনও পর্যন্ত নেই। 
 
 পেস বিভাগে থাকবেন হর্ষিত রানা। প্রথমে বল করলে বৈভব অরোরা দলে থাকবেন। না হলে পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন তিনি। 
 
 চেন্নাইও স্পিনার নিয়েই নামবে। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। তাঁদের সঙ্গে তরুণ নুর আহমেদ খেলবেন। স্পিন বল করতে পারেন রাচিন রবীন্দ্রও। এই তিন স্পিনারের সঙ্গে পেস আক্রমণ সামলানোর জন্য রয়েছেন মুকেশ চৌধরি এবং খলিল আহমেদ। প্রয়োজনে তৃতীয় পেসার হিসাবে খেলানো যেতে পারে মাথিসা পাথিরানাকে। তাঁকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেও ব্যবহার করতে পারে চেন্নাই।
 
 তবে চেন্নাইয়ের ব্যাটিংয়ে পরিবর্তন হবেই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য নেই। দলকে নেতৃত্ব দেবেন ধোনি। ওপেনার রাচিন এবং ডেভন কনওয়ে রয়েছেন। তিন নম্বরে খেলতে পারেন রাহুল ত্রিপাঠি। রুতুরাজের জায়গা নিতে পারেন তিনি। মিডল অর্ডারে থাকবেন শিবম দুবে, ধোনি এবং বিজয় শঙ্কর। 
