আজকাল ওয়েবডেস্ক: দেখতে দেখতে ২৫টা বসন্ত পার। ২৫ তম বিবাহবার্ষিকী। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে রীতিমতো পার্টি করছিলেন উত্তরপ্রদেশের বরেলির এক জুতো ব্যবসায়ী। মঞ্চের উপর স্ত্রীকে নিয়ে নাচছিলেন। আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তারপর সব শেষ।
 
 বিবাহবার্ষিকীর দিনেই মর্মান্তিক মৃত্যু হল ব্যবসায়ী ওয়াসিম সারওয়াতের (৫০)। জানা গেছে, পিলিভিট বাইপাস রোডে একটি অনুষ্ঠান বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন ওয়াসিম ও তাঁর স্ত্রী ফারা। রীতিমতো কার্ড ছাপিয়ে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। ওই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওয় দেখা গেছে, ওয়াসিম ও তাঁর স্ত্রী ও পরিবারের বাকি সদস্যরা ট্রাডিশনাল পোশাকে পার্টিতে উপস্থিত। গান চলছে। তার সঙ্গে তাল মিলিয়ে নাচ। মঞ্চে ছিলেন সারা, ওয়াসিম সহ আরও অনেকে। আচমকাই নিচে পড়ে যান ওয়াসিম। সঙ্গে সঙ্গে সবাই ওয়াসিমের কাছে ছুটে যান। কিন্তু কোনও সাড়াশব্দ মিলছিল না। 
 
 পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ওয়াসিমকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, মারা গিয়েছেন ওয়াসিম। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
