শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ০৩ এপ্রিল ২০২৫ ২২ : ৪৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর অনেকেই বলেছিলেন, গৌতম গম্ভীরের সঙ্গে চলে গিয়েছে চ্যাম্পিয়ন ভাগ্য। বৃহস্পতি রাতে কি তাঁরাই কথা ফিরিয়ে নেবে? ৭২ ঘণ্টা আগের ব্যাটিং বিপর্যয় আরব সাগরে ছুড়ে ফেলে ইডেনে ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স। এটাই কেকেআর। এর আগেও যতবার চ্যাম্পিয়ন হয়েছে, এভাবেই পারফরম্যান্স গ্রাফ ওপর-নীচে হয়েছে নাইটদের। সবে এপ্রিল পড়েছে। কালবৈশাখী আসার আগেই ভেঙ্কটেশ ঝড়ে কাটল নাইট শিবিরের গুমোট ভাব। অন্যদিকে লণ্ডভণ্ড হায়দরাবাদ। ২৩.৭৫ কোটিতে বাঁ হাতি ব্যাটারকে কেনায় প্রশ্ন উঠেছিল। প্রথম তিন ম্যাচে সুবিধা করতে না পারলেও, এদিন জবাব দিলেন। ২৯ বলে ৬০ রান। তারমধ্যে ৩টি ছয়, ৭টি চার। শেষ পাঁচ ওভারে ৭৮ রান যোগ হয়। রিঙ্কুকে সঙ্গে নিয়ে নাইটদের বড় রানে পৌঁছে দেন। তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়। তার আগে পর্যন্ত লড়াইয়ে ছিলেন কামিন্সরা। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে কেকেআর। জবাবে ১৬.৪ ওভারে ১২০ রানে শেষ সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। ৮০ রানে জয় নাইটদের। হারের হ্যাটট্রিক কামিন্সদের। তৃতীয় ওভারের শুরুতেই ম্যাচের ভাগ্য গড়ে যায়। ফিরে যান টপ থ্রি। ফের ব্যর্থ পাওয়ার প্যাকড ব্যাটিং লাইন আপ। ২.১ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ৩ উইকেট হারায় গতবারের রানার্সরা। ফেরেন ট্রাভিস হেড (৪), অভিষেক শর্মা (২) এবং ঈশান কিষাণ (২)। এখানেই ম্যাচ শেষ।
ইডেনের উইকেটে কি জুজু ছিল? একেবারেই না। শুধুমাত্র দুই ইনিংসের শুরুতে একটু সামলে খেললে, পরের দিকে রান উঠত। কিন্তু সেটা করতে ব্যর্থ সানরাইজার্সের ব্যাটাররা। উইকেট ছুড়ে দেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ভাগ্য খারাপ ঈশান কিষাণের। দুর্দান্ত ক্যাচ নেন রাহানে। হায়দরাবাদের জঘন্য ফিল্ডিংয়ের জবাবে আউটফিল্ডে নিখুঁত নাইটরা। একমাত্র রাসেলের ক্যাচ মিস ছাড়া কোনও ভুলভ্রান্তি নেই। এদিন তিন স্পিনার নিয়ে খেলে কেকেআর। কিন্তু নারিন-বরুণরা বল করতে আসার আগেই হায়দরাবাদের অর্ধেক ব্যাটিং লাইন আপ প্যাভিলিয়নে ফিরে যায়। ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে নেমে ৩ উইকেট তুলে নেন বৈভব অরোরা। তাঁর শিকার ট্রাভিস হেড, ঈশান কিষাণ এবং হেনরিচ ক্লাসেন। নাইট বোলারদের কাছে আত্মসমর্পণ হায়দরাবাদের ব্যাটারদের। টপ অর্ডার ডাহা ফেল। কিছুটা চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস (২৭) এবং হেনরিচ ক্লাসেন (৩৩)। কয়েকটা ছক্কাও হাঁকান বড় চেহারার প্রোটিয়া তারকা। ক্লাসেন যতক্ষণ ক্রিজে ছিল, ক্ষীণ আশা ছিল। তিনি ফিরতেই ম্যাচ নাইটদের।
টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান কামিন্স। শুরুটা ভাল না হলেও অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটে ম্যাচে ফেরে নাইটরা। তৃতীয় উইকেটে ৮১ রান যোগ করে এই জুটি। আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন রঘুবংশী। ৩২ বলে ৫০ রান করে আউট হন। ২৭ বলে ৩৮ করেন রাহানে। বৃহস্পতি রাতের ইডেন মাতে ভেঙ্কটেশ আইয়ার শোয়ে। চার, ছয়ের বন্যা বইয়ে দেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং। ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ব্যাটে ভেঙ্কটেশের পর বল হাতে বৈভবের জাদু। হায়দরাবাদের সেরা তিন ব্যাটারকে আউট করে ম্যাচের সেরা কেকেআরের পেসার। তিন উইকেট নেন বরুণ চক্রবর্তীও। জোড়া উইকেট রাসেলের। তবে চারের মধ্যে তিন ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতা চিন্তায় রাখবে কেকেআরের ম্যানেজমেন্টকে।
নানান খবর

নানান খবর

কোনও ভারতীয় নন, এই তারকা ক্রিকেটারের কথাতেই কেরিয়ার ঘুরে গিয়েছিল বিরাট কোহলির, জানেন তাঁর পরিচয়?

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

ঝোড়ো শতরানের পর ভাইরাল বৈভবের আট বছর আগের ছবি, ইডেনে কার খেলা দেখতে এসেছিলেন জানেন?

‘ভয় আমার মধ্যে নেই, গত তিন মাসের অনুশীলনের ফল এটা’, দুরন্ত শতরান হাঁকিয়েও নিরুত্তাপ বৈভব

আসতে চলেছে বিরাট বদল, আরও বেশি সময় ধরে এবার চলবে আইপিএল, জানেন কী পরিবর্তন আসছে?

রোহিত, কোহলি নন: ভারতীয় দলে সবথেকে বেশি পোশাকের সংগ্রহ রয়েছে এই ক্রিকেটারের, রহস্য ফাঁস করলেন রায়ড়ু

‘প্রচণ্ড মিষ্টি’, পাঞ্জাব অধিনায়কের প্রশংসায় মুখর প্রীতি জিন্টা, শ্রেয়সকে নিয়ে কী বললেন তিনি?

একে তো ফর্ম নেই, চলছে তুমুল সমালোচনা, তার মধ্যেই বিরাট শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ

বিরাট কোহলি, ক্রুনাল পান্ডেয়া নয়, আরসিবি দুর্দান্ত ফর্মে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে, অজানা রহস্য ফাঁস করলেন মঞ্জরেকর