
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ক্যাম্পাসের ভিতরে ও বাইরে সোমবার (৩১ মার্চ) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের মূল কারণ ছিল ৪০০ একর বনভূমির উপরে বুলডোজার দিয়ে সমতল করার প্রচেষ্টা, যা নিয়ে ছাত্ররা প্রবল আপত্তি তোলে।
এই জমি সরকার আইটি পার্ক গড়ার জন্য বেসরকারি সংস্থার কাছে নিলাম করতে চাইছে বলে অভিযোগ উঠেছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রদের পাশাপাশি বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি সরব হয়েছে।
এই জমির মালিকানা নিয়ে বিতর্ক দীর্ঘ দুই দশক ধরে চলছে। ২০২২ সালে তেলেঙ্গানা হাইকোর্ট রায় দিয়েছিল যে জমিটি সরকারেরই মালিকানায় রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের কাছে জমির মালিকানার কোনো বৈধ দলিল নেই। পরবর্তীতে সুপ্রিম কোর্টও এই রায় বহাল রাখে।
তবে, পরিবেশবাদী সংস্থা ‘ভাটা ফাউন্ডেশন’ হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করে দাবি করেছে যে জমিটিকে ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করা হোক। কারণ, এখানে বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বাসস্থান রয়েছে। আদালত আগামী ৭ এপ্রিল এই মামলার শুনানি ধার্য করেছে।
সরকার যখন জমির উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে টেন্ডার আহ্বান করে, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ‘#OxygenNotAuction’ নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালায়। তাঁরা দাবি করে, এখানে ভারতীয় রক পাইথন, হানুমান, চতুর্গর্ণী হরিণ, ঈগল, পেঁচা, এবং বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির বাসস্থান রয়েছে।
২৯ মার্চ, ছাত্ররা মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডির কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায়। পরদিন, পুলিশ ৫২ জন ছাত্রকে গ্রেপ্তার করে, যদিও পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়। ৩০ মার্চ রাতে ৪০-৫০টি বুলডোজার দিয়ে সরকার জমি সমতল করার কাজ শুরু করে, যা নিয়ে ছাত্রদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষ হয়।
তেলেঙ্গানা সরকারের দাবি, ২০০৪ সালে জমিটি IMG অ্যাকাডেমি ভারত প্রাইভেট লিমিটেডকে ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পরে সেই সংস্থার কাছ থেকে জমির দখল ফিরিয়ে নেওয়া হয়। বর্তমান সরকার আইনি লড়াই জিতে আইটি পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, জমি সংক্রান্ত কোনো যৌথ সমীক্ষা হয়নি এবং তাঁদের অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী পরিষদের সম্মতি ছাড়া সরকার জমি হস্তান্তর করতে পারে না বলে তাঁরা দাবি করেছে।
এই ইস্যুতে BRS সরাসরি কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে। তাঁরা অভিযোগ করেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবিধানের কথা বলেন, অথচ তাঁর সরকার ছাত্রদের উপর দমননীতি চালাচ্ছে। BRS-এর এক্স পোস্টে বলা হয়েছে, "মহব্বত কি দোকান (ভালোবাসার দোকান) নয়, কংগ্রেস আসলে ধোঁকার বাজার (প্রতারণার বাজার)।”
তেলেঙ্গানা বিধানসভায় মুখ্যমন্ত্রী রেড্ডি দাবি করেছেন, "ওখানে সংরক্ষিত বন্যপ্রাণী নেই, বরং কিছু ধূর্ত শিয়াল উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে।"
এখন নজর থাকবে ৭ এপ্রিলের আদালতের রায়ের দিকে, যেখানে জমির পরিবেশগত গুরুত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ছাত্রদের আন্দোলন এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থনে বিষয়টি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান