শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ এপ্রিল ২০২৫ ১৪ : ২৪Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: 'রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে বিভিন্ন উপায়ে প্রচার ও প্রসারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আগামী দিনে বিকল্প অর্থনীতির বুনিয়াদ হবে। এই শিল্পের মাধ্যমে স্থানীয় জনসাধারণের অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ ঘটবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থানুকুল্যে রাজ্যের পর্যটন শিল্পকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দু'বছরের মধ্যে রাজ্যের পর্যটন শিল্পকে একটি উল্লেখযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া হবে।', এমনটাই জানালেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী।
মঙ্গলবার বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাস আনিত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। প্রস্তাবটি উত্থাপন করে বিধায়ক রঞ্জিত দাস পর্যটন শিল্পকে বেকারদের কর্মসংস্থানের জন্য আরও বেশি করে ব্যবহার করার উপর এবং পর্যটনস্থলগুলির সৌন্দর্য রক্ষায় আরও বেশি যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করেন।
প্রস্তাবের উপর আলোচনায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিগত সরকারের নেতিবাচক ভূমিকায় রাজ্যে পর্যটন শিল্পে আশানুরূপ বিকাশ ঘটেনি। সেই সময় পর্যটন ক্ষেত্রের উন্নতির জন্য কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২২ কোটি ৯১ লক্ষ টাকা ফেরত গিয়েছিল। বর্তমানে রাজ্যের পর্যটন বাজেট প্রায় ১৫০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে পর্যটন শিল্পকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী বলেন, প্রসাদ স্কিমে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে উন্নয়নের কাজ আগামী কিছু দিনের মধ্যেই সম্পন্ন হবে। ত্রিপুরার বিলোনিয়ায় চৌত্তাখলাস্থিত ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উন্নয়নে ৪.৫০ কোটি টাকা ব্যয় করে ১১টি বিভিন্ন পরিষেবার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। বর্তমানে উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু রয়েছে। তাছাড়া আগরতলা জগন্নাথ দিঘিতে ভারতবর্ষের দীর্ঘতম লেজার শো চালু করা হয়েছে। ওয়াটার ট্যুরিজমকে আরও প্রাধান্য দেওয়ার জন্য ৫০টি শব্দবিহীন বোট ক্রয় করা হবে। ইতিমধ্যেই পর্যটকদের সুবিধার্থে ৬৮ লক্ষ টাকা ব্যয়ে দু'টি অত্যধুনিক আরমানিয়া বাস ক্রয় করা হয়েছে।
তিনি জানিয়েছেন, অচিরেই রাজ্যে হোমস্টেকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে রাজ্য সরকার একটি পলিসি আনবে। যদিও বর্তমানে রাজ্যে ৪০-৫০টি হোমস্টে রয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, ২০১৩-২০১৮ এই সময়কালে রাজ্যে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২০ লক্ষের উপর। এই সময় আয় হয়েছিল ১৯ কোটি ৪২ লক্ষ টাকা। ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষের উপর। এই সময়ে আয় হয়েছে ৩১ কোটি ৭২ লক্ষ টাকা।আলোচনার পর বিধানসভায় বেসরকারি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নানান খবর

নানান খবর

'গোধরা-কাণ্ড আটকানো যেত', নয় জন পুলিশ কনস্টেবলের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল হাই কোর্ট

নিঃশ্বাসে ফিরে এলো জীবন: পুনেতে দুর্লভ অস্ত্রোপচারে রোগীর মুক্তি!

ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা