আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল থেকে ছিটকে যাবেন মাথিসা পাথিরানা?‌ সূত্রের খবর, চেন্নাই সুপার কিংস বড় ধাক্কা খেতে চলেছে। পাথিরানা এখনও সুস্থ হননি। হয়ত এই আইপিএলে খেলাই হবে না শ্রীলঙ্কান পেসারের।


মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়েই ২০২৫ আইপিএল অভিযান শুরু করেছে চেন্নাই। সেই ম্যাচে খেলেননি পাথিরানা। তারপরেই শুরু হয়েছে জল্পনা।


ইউটিউব চ্যানেল এক উপস্থাপক দাবি করেছেন, প্রথম ম্যাচে চোটের জন্যই সম্ভবত পাথিরানা ছিলেন না। মনে হচ্ছে ওঁর চোট রয়েছে। এবার আইপিএল খেলতে পারবে না। ওই উপস্থাপকের কথায়, ‘‌১৩ কোটি টাকায় পাথিরানাকে রিটেন করেছিল চেন্নাই। কিন্তু প্রথম ম্যাচে খেলানো হয়নি। মনে হচ্ছে পাথিরানার চোট রয়েছে। আমি যেটুকু জানি পাথিরানার চোট রয়েছে এবং ও আইপিএল খেলতে পারবে না। জানি না এটা সত্যি কিনা। অবশ্য আইপিএলে এরকম খবর রটে। সরকারিভাবে না জানা পর্যন্ত এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই।’‌


মুম্বই ম্যাচে পাথিরানার পরিবর্তে খেলানো হয় অস্ট্রেলিয়ার নাথান এলিসকে। পাথিরানাকে না খেলানোর বিষয়ে সিএসকে এখনও কিছু বলেনি। প্রথম ম্যাচে চার বিদেশি এলিস, নুর আহমেদ, রাচিন রবীন্দ্র ও স্যাম কারেনকে খেলিয়েছিল সিএসকে। 


২০২২ সালে সিএসকে তে যোগ দিয়েছিলেন পাথিরানা। ডেথ ওভার স্পেশালিস্ট বোলার তিনি। বোলিং ভঙ্গি অনেকটা লাসিথ মালিঙ্গার মতো। আইপিএলে চেন্নাইয়ের হয়ে ২০ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। 


তবে ২০২৪ সালে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আইপিএলে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি পাথিরানা। তবুও নিয়েছিলেন ১৯ উইকেট।