আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টা আগে আইপিএলের ঢাকে কাঠি পড়েছে। তারমধ্যেই নতুন একটি আঙ্গিক তুলে ধরলেন নভজোৎ সিং সিধু। বিদেশি ক্রিকেটারদের বিপুল পরিমাণ অর্থে কেনা নিয়ে মুখ খোলেন প্রাক্তন তারকা। বরাবরই চাঁচাছোলা সিধু। কারোর মন রেখে কথা বলেন না। এদিনও স্বভাবসিদ্ধ ভাবে মিচেল স্টার্কের প্রসঙ্গ তুলে বিদেশিদের পেছনে জলের মতো অর্থ ব্যয় নিয়ে সওয়াল করেন। তবে পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ভাল দিকটাও তুলে ধরেন। ইংল্যান্ডে নিজের কাউন্টি খেলার সঙ্গে জেড্ডায় আইপিএলের নিলামের তুলনা টানেন সিধু। তবে কোনও বিতর্ক নয়, ভারতীয় ক্রিকেটের ভাল দিকটাই তুলে ধরলেন। সিধু বলেন, 'আইপিএল ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে আরও তুলে ধরেছে। আগে আমরা ইংল্যান্ডে কাউন্টি খেলতে জেতাম। কিন্তু এখন ওরা আমাদের দেশে ক্রিকেট খেলতে আসে। অস্ট্রেলিয়ায় মিচেল স্টার্ককে কে ২১ কোটি দেবে? এটা মার্কেটিং ম্যানেজারের স্বপ্ন। প্রচুর লোকজন সমালোচনা করে। তবে ভারতীয় ক্রিকেটকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশংসা করতেই হবে। ভারতীয় ক্রিকেট এতটাই বৃহৎ যে আমরা এস্কিমোদের বরফ এবং আরবকে বালি বিক্রি করতে পারব।' নিজের স্বভাবসুলভভাবে এমন তুলনা টানেন প্রাক্তন ভারতীয় ব্যাটার।

গত আইপিএলে ব্যাটাররা আধিপত্য দেখায়। উঠে আসেন তরুণ অভিষেক শর্মা, অঙ্গকৃষ রঘুবংশীরা। একাধিকবার দলের রান আড়াইশোর গণ্ডি পেরোয়। তরুণ প্রজন্মকে দেখে অভিভূত সিধু। তিনি মনে করেন, সিনিয়র প্লেয়ারদের ব্যাটন‌ বয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি তরুণ ব্রিগেড। এই প্রসঙ্গে সিধু বলেন, 'দুই প্রজন্মের মধ্যে কোনও তুলনা নেই। তরুণ, বোল্ড প্রজন্ম গোল্ডেন প্রজন্মকে দেখেই শিখেছে। তরুণ প্রজন্ম ব্যাটন বয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি। এটা ভারতের জন্য গর্বের।' প্রসঙ্গত, অনেকেই মনে করছেন, চলতি আইপিএলে রান তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে। সেই রেকর্ড করার দৌড়ে সবার আগে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁরা ২৮৬ রান করে। এর আগেও ২৮০ রানের গণ্ডি পেরোয়।