আজকাল ওয়েবডেস্ক: রবিবার চিপকে চেন্নাই সুপার কিংস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে চারজনের অভিষেক হয়েছে। তারমধ্যে নজর কাড়েন ভিগনেশ পুথুর। তিন ওভারে তিন উইকেট তুলে নেন ২৪ বছরের চায়নাম্যান। কেরলের মালাপুরমের অটো ড্রাইভারের ছেলে। চেন্নাইয়ের তারকাখচিত দলের বিরুদ্ধে ৩২ রানে ৩ উইকেট তুলে নেন। তবে আশ্চর্যের বিষয় হল, নিজের রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে এখনও অভিষেক হয়নি। কিন্তু ইতিমধ্যেই আইপিএল খেলে ফেললেন। কীভাবে মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পেলেন? পুথুরের যাত্রা উল্লেখযোগ্য। ৩০ লক্ষ্যতে তাঁকে কেনে মুম্বই। 

উচ্চপর্যায় কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাঁকে নেয় মুম্বই। অনভিজ্ঞ স্পিনারকে তৈরি করা হয়। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা টি-২০ খেলতে মুম্বই ইন্ডিয়ান্সের কেপটাউনের দল একত্রিত হয়। সেখানে নেট বোলার হিসেবে ডাকা হয় পুথুরকে। রশিদ খানের সঙ্গে বেশ কিছুদিন প্র্যাকটিস করেন তরুণ স্পিনার। তাতে আত্মবিশ্বাস বাড়ে ভিগনেশের। প্রাক মরশুম প্রস্তুতিতে রিলায়েন্স দলের জন্য ডিওয়াই পাতিলে তিনটে ম্যাচ খেলেন। নেটে মাহেলা জয়বর্ধনের নজর কাড়েন তরুণ স্পিনার। আইপিএলের শুরুতেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়। রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের উপদেশ সেই সম্ভাবনাকে আরও জোরাল করে। মুম্বইয়ের বোলিং কোচ পরস মামরে বলেন, 'রোহিত, সূর্য, তিলক সবাই নেটে ওর বিরুদ্ধে ব্যাট করেছে। ওকে বেছে নেওয়া খুব সহজ ছিল না। তবে ওদের ধারণা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত খুবই কার্যকরী ছিল। প্রমাণিত হয়েছে, একদম সঠিক সিদ্ধান্ত ছিল।' কেরল ক্রিকেট লিগ থেকে তাঁকে স্পট করা হয়। তাঁর সেরকম কোনও অতীত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, তাঁকে বেছে নেওয়ার জন্য স্কাউটিং দলের প্রশংসা করেন মামরে। রবিবার ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডার উইকেট নেন ভিগনেশ। তরুণ স্পিনারের বোলিংয়ে অভিভূত হয়ে নিজে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন ধোনি। যা ভিগনেশের বড় প্রাপ্তি।