আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর ঠিক আগে তুমুল সমালোচনার মুখে লখনউ সুপার জায়ান্টস। সোশ্যাল মিডিয়ায় ডেভিড মিলারের একটি ভিডিও পোস্ট করে বিপাকে পড়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এই ভিডিওতে টি-২০ ফাইনালে হার এবং অন্যান্য হারের মধ্যে থেকে সবচেয়ে দুঃখজনক হার বাছতে বলা হয় দক্ষিণ আফ্রিকার তারকাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা একেবারেই পছন্দ হয়নি ফ্যানদের। ক্রিকেটে নিজের সবচেয়ে বড় হার্টব্রেক বেছে নিতে হয় মিলারকে। ২০১৪ এবং ২০২৩ আইপিএল ফাইনালে হার থেকে শুরু করে ২০২৪ টি-২০ বিশ্বকাপে হার। নিজের ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারের সঙ্গে এমন ভিডিও মেনে নিতে পারেনি ফ্যানরা।  এলএসজির তুলোধোনা করা হয়। 

একজন ক্রিকেট ভক্ত এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই ফ্র্যাঞ্চাইজি সবকিছু ছাপিয়ে গিয়েছে। একজন প্লেয়ারের মানসিক লড়াই কাজে লাগিয়ে নিজেদের ভিউ বাড়াতে চাইছে। এটা শোষণ, বিনোদন নয়। প্লেয়ারের মানসিক অবস্থা নিয়ে কোনও চিন্তা-ভাবনা নেই। এইধরনের আচরণের সমর্থন করা যায় না।' আরেকজন লেখেন, 'খুবই হতাশজনক। এমন মন খারাপ এবং দুঃখের মধ্যে দিয়ে মিলার অতীতে গিয়েছে। সেগুলো আবার ফিরিয়ে আনা ঠিক নয়। সোশ্যাল মিডিয়া দল কিভাবে এটা করতে রাজি হল?' অন্য একজন লেখেন, 'আইপিএলের সবচেয়ে জঘন্য ফ্র্যাঞ্চাইজি।' সমালোচনার ঝড় বয়ে যাওয়া সত্ত্বেও প্রায় একদিন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছিল। তারপর সরিয়ে ফেলা হয়। প্রসঙ্গত, এবার লখনউয়ের হয়ে খেলতে দেখা যাবে ডেভিড মিলারকে। গত তিন বছর গুজরাট টাইটান্সে ছিলেন প্রোটিয়া তারকা। তাঁদের হয়ে একবার আইপিএলও জেতেন। এবার ৭.৫ কোটিতে তাঁকে কেনে এলএসজি।