মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | বিরাট শোয়ের অপেক্ষায় ইডেন, ট্রফি ধরে রাখার লড়াই শুরু নাইটদের

Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৫ ২৩ : ২৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দলের হোমগ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ। শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ, আইপিএলে নাইটদের সবচেয়ে হাই-প্রোফাইল দুটো ম্যাচের মধ্যে একটি খেলে ফেলবে শাহরুখ খানের দল। অন্যটি এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে আইপিএলের ওপেনিং ম্যাচের আগে দুই শিবিরকেই চিন্তায় রাখছে বৃষ্টি। প্রাক ম্যাচ প্রস্তুতিতে ইতিমধ্যেই বাঁধ সাধে। শুক্রবার বিকেলে ইডেনের সবুজ গালিচায় দুই দল চূড়ান্ত প্রস্তুতি সারতে নামলেও, শেষ করতে পারেনি। মাত্র এক ঘণ্টার মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হয়। শনিবারও ভিলেন হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টি থেমে গেলে, খেলা হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা ওভার কমিয়ে হলেও। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বড় গলায় জানিয়েছেন, 'বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে যাবে।' সেই আশায় থাকবে শহরের ক্রিকেটপ্রেমীরা। 

এতো গেল আবহাওয়ার কথা। এবার খেলার কথায় আসা যাক। প্রতিপক্ষ বিরাট কোহলির দল হওয়ায় ঘরের মাঠে শনিবার ফেভারিট হিসেবে নামবে না কেকেআর। ম্যাচটা ৫০-৫০। গ্যালারিও বিভক্ত থাকবে।

কোহলির বড় রান দেখার অপেক্ষায় মাঠ ভারাবে বিরাট ভক্তরা। তাই বলা বাহুল্য, ঘরের মাঠেই মাঝে মধ্যে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে নাইটদের। তবে দুই তুরুপের তাস বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। প্রথমজন বল হাতে। দ্বিতীয়জন ব্যাট এবং বল হাতে পার্থক্য গড়ে দিতে পারে। ইডেনের উইকেট থেকে সাহায্য পায় স্পিনাররা। বরুণের ফর্ম মাথায় রেখে হয়তো পাওয়ার প্লেতেই তাঁকে আনতে পারেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে শুরুতে নারিনের ব্যাট থেকে ক্যামিওর অপেক্ষা থাকবে। বোলিংয়ে আনরিচ নোখিয়ার দিকেও নজর থাকবে। বিশেষ করে ডেথ ওভারে। বেগুনি জার্সিতে কেকেআরের অধিনায়ক হিসেবে হাতেখড়ি হতে চলেছে অজিঙ্ক রাহানের। প্রথম ম্যাচেই অ্যাসিড টেস্ট। আইপিএল না জিতলেও বরাবরই শক্তিশালী দল আরসিবি। বিশেষ করে কোহলির মতো একজন থাকায়। তাই ভেবেচিন্তেই প্রথম একাদশ গড়া হবে। 

নাইটদের ওপেনিং জুটি নতুন। নারিনের সঙ্গে ওপেন করবেন কুইন্টন ডি কক। ওয়ান ডাউনে অজিঙ্ক রাহানে। চারে ভেঙ্কটেশ আইয়ার। পাঁচ এবং ছয়ে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল খেলবেন। সাত নম্বরে রমনদীপের খেলার সম্ভাবনা রয়েছে। তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলতে পারে কেকেআর। পেসারদের মধ্যে বেগুনি জার্সিতে অভিষেক হবে নোখিয়ার। দুই ভারতীয় জোরে বোলার হর্ষিত রানা এবং বৈভব অরোরা। দুই স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে রাখা হবে এখনও বোঝা যাচ্ছে না। অন্যদিকে আরসিবির অধিনায়ক হিসেবে হাতেখড়ি হতে চলেছে রজত পতিদারের। তাঁর দিকে নজর অবশ্যই থাকবে। তবে আরও একজনকে নিয়ে আগ্রহ থাকবে, তিনি ফিল সল্ট। গত আইপিএলে কেকেআরের হয়ে ওপেন করেন। এবারও ওপেন করবেন, তবে আরসিবির হয়ে। চেনা মাঠ। ইডেনে কয়েকটা বিধ্বংসী ইনিংস খেলেছেন আগের বছর। এবার শুরুতে তাঁর ব্যাট জ্বলে উঠলে বিপাকে পড়তে পারে নাইটরা। ক্রিকেটের নন্দনকাননে এবার কোহলির সঙ্গে ওপেন করতে নামবেন সল্ট। আইপিএলের উদ্বোধনী ম্যাচে একাধিক আঙ্গিক রয়েছে। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবি: অভিষেক চক্রবর্তী


নানান খবর

নানান খবর

আসতে চলেছে বিরাট বদল, আরও বেশি সময় ধরে এবার চলবে আইপিএল, জানেন কী পরিবর্তন আসছে? 

রোহিত, কোহলি নন: ভারতীয় দলে সবথেকে বেশি পোশাকের সংগ্রহ রয়েছে এই ক্রিকেটারের, রহস্য ফাঁস করলেন রায়ড়ু

‘প্রচণ্ড মিষ্টি’, পাঞ্জাব অধিনায়কের প্রশংসায় মুখর প্রীতি জিন্টা, শ্রেয়সকে নিয়ে কী বললেন তিনি?

একে তো ফর্ম নেই, চলছে তুমুল সমালোচনা, তার মধ্যেই বিরাট শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ

বিরাট কোহলি, ক্রুনাল পান্ডেয়া নয়, আরসিবি দুর্দান্ত ফর্মে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে, অজানা রহস্য ফাঁস করলেন মঞ্জরেকর

ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে, ওয়াংখেড়েতে নয়া ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরা

ধোনিকে দেখা যাবে পরের বছর আইপিএলে? চেন্নাইয়ের দুর্দশার মধ্যেই বড় আপডেট দিলেন রায়না

প্লে অফে উঠতে পারবে কেকেআর? কী বলছে অঙ্ক?

তুমুল ঝড়ে উড়ে গেল স্ট্র্যাটেজির কাগজপত্র, নিতে ছুটলেন রিঙ্কু, উড়ল কভারও

ফাঁকা গ্যালারিতেই এক মিনিট নীরবতা পালন, বাজল না ইডেন বেল

কার সঙ্গে সম্পর্কে আছেন? নিজেই খোলসা করলেন শুভমন

আইপিএলে ৩০০ রানের গণ্ডি পার নিয়ে কী বললেন কেকেআরের ফিনিশার?

চেন্নাইয়ের ভরাডুবি নিয়ে এবার ধোনিদের কটাক্ষ ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন তারকার

ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই আইপিএল থেকে কার্যত বিদায় চেন্নাইয়ের

৪৩ বছরে নতুন মাইলস্টোন, ৪০০ তে পা ধোনির

আবার রেকর্ড, আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সামি

চাহাল অতীত, অনুপ্রেরণা মুম্বই! ঘুরে দাঁড়ানোর বার্তা মঈনের

‘বিরাট কাজটা ঠিক করল না’, রাজস্থানের বিরুদ্ধে মারকুটে ইনিংসের পরেও কিং কোহলিকে নিয়ে এই কথা কেন বললেন রায়না?

সোশ্যাল মিডিয়া