আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে দু'বছরের জন্য নির্বাসিত করা হয়েছে হ্যারি ব্রুককে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানান মাইকেল ক্লার্ক। মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ইংল্যান্ডের ব্যাটারকে ৬.২৫ কোটিতে কিনেছিল। কিন্তু শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেয় ব্রুক। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারকে নিলামে কেনার পর নাম প্রত্যাহার করলে, তাঁকে দু'বছর নির্বাসিত করা হবে। বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করে মাইকেল ক্লার্ক জানান, এটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত তৈরি করবে। তিনি আরও জানান, নিলামে প্রত্যাশা অনুযায়ী দর না পাওয়ার জন্য প্লেয়াররা নাম তুলে নিতে পারে না। শুধুমাত্র ইমার্জেন্সি কারণে নাম তুলে নিতে পারে।

ক্লার্ক বলেন, 'হ্যারি ব্রুককে কেন কেনা হয়েছিল? ইসিবির সঙ্গে ওর পূর্ণাঙ্গ চুক্তি রয়েছে। এবার ওকে নির্বাসিত করা হল। এখন এরকমই হচ্ছে। প্রচুর প্লেয়ার নিলামে নাম লেখায়। তাঁদের প্রত্যাশা মতো দর না উঠলে, ওরা আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেয়। আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে বিক্রি হওয়ার পর নাম তুলে নিলে স্বাভাবিকভাবেই তাঁকে দু'বছর নির্বাসিত করা হয়। মনে হচ্ছে হ্যারি ব্রুকই প্রথম প্লেয়ার যে এমন করেছে। তবে আইপিএল কেন এই সিদ্ধান্তে নিয়েছে সেটাও জানি। সবাই বেশি টাকা চায়। কিন্তু নিলামে নাম লেখানোর পর, এবং বিক্রি হওয়ার পর সেটাকে সম্মান করা দরকার। বুঝতে হবে নিজের প্রত্যাশা অনুযায়ী দর পাওনি বলে আইপিএল থেকে নাম তুলে নিতে পারো না।' ক্লার্ক মনে করেন, ভবিষ্যতে ব্রুক আবারও আইপিএলের অঙ্গ হবেন। তবে এই ঘটনা দৃষ্টান্ত সৃষ্টি করবে।