বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৬ মার্চ ২০২৫ ১৪ : ৪৬Rajit Das
শ্রেয়সী পাল, মুর্শিদাবাদ: দু'টি বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে নবগ্রাম থানার অন্তর্গত মোহরুল গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে। রবিবার দুপুর নাগাদ অনন্তপুর এবং দিগরীর মধ্যবর্তী একটি এলাকায় দু'টি বস্তার মধ্যে স্থানীয় বাসিন্দারা বোমাগুলো পড়ে থাকতে দেখেন।
এরপরই স্থানীয় বাসিন্দাদের তরফে নবগ্রাম থানায় বিষয়টি জানানো হয়। জেলা পুলিশের বোম ডিসপোসাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কাজে যাওয়ার সময় কিছু গ্রামবাসী অনন্তপুর এবং দিগরীর মধ্যবর্তী একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় দু'টি বস্তা পড়ে থাকতে দেখেন। সেগুলো অল্প খুলতেই ভেতরে দেশি বোমা দেখতে পান গ্রামবাসীরা।
মেরিনা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, "এর আগে আমাদের গ্রামে কখনও বোমা উদ্ধার হয়নি। ব্যাগের মধ্যে একসঙ্গে এত বোমা দেখে আমাদের আতঙ্ক লাগছে।" গ্রামবাসীরা জানান, যে এলাকায় বোমা উদ্ধার হয়েছে তারা আশেপাশে প্রত্যেকদিন অনেক বাচ্চা খেলে। ভুল করে বাচ্চা ছেলে মেয়েরা যদি বস্তাগুলো সরানোর চেষ্টা করতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় কোনও রাজনৈতিক অশান্তি নেই। যেখানে বোমাগুলো উদ্ধার হয়েছে তার আশেপাশেই অনেক জনবসতি রয়েছে। গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে মাঠের মধ্যে যেভাবে বোমাগুলো পড়েছিল তাতে রোদের তাপে সেগুলি ফেটে যেতে পারতো। সে ক্ষেত্রে বড়সড় বিপদের আশঙ্কা ছিল।
নবগ্রাম থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে তাদের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা বোমাগুলোকে মাঠের মধ্যে ফেলে রেখে গিয়েছিল।
নানান খবর
নানান খবর

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

জঙ্গিপুরে অশান্তির জের, একসঙ্গে বদল হল সুতি এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পদে

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই