চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল আইএমএ হুগলি চুঁচুড়া শাখার বার্ষিক সম্মেলন। ৯ মার্চ, রবিবার সকালে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে আইএমএ হুগলি চুঁচুড়া শাখার তরফ থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্য়ানেজিং ডিরেক্টর তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরীকে সংবর্ধিত করেন আইএমএ হুগলি চুঁচুড়া শাখার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরী।