আজকাল ওয়েবডেস্ক: মণিপুরে চলতে থাকা উত্তেজনার মাঝে সুরক্ষা বাহিনীর পাহারায় আবারও বিভিন্ন জেলার মধ্যে বেসামরিক বাস চলাচল শুরু হয়েছে। তবে, কুকি উপজাতির প্রতিবাদ অব্যাহত রয়েছে, যারা মণিপুর থেকে পৃথক প্রশাসনিক অঞ্চল চেয়ে আসছে।
কঙ্গপোকপি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিতে একজন প্রতিবাদকারী নিহত হয়েছেন এবং দুই ডজনেরও বেশি আহত হয়েছেন বলে কুকি নেতারা দাবি করেছেন। মহিলাসহ কুকি উপজাতির লোকেরা জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে, যার ফলে অনেক মহিলা আহত হন।
কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে, মণিপুরের কোনও জায়গায় আর অবরোধ করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের পর মণিপুর রাষ্ট্রপতির শাসনের অধীনে এসেছে।
অন্যদিকে, মণিপুরের মেইতেই সম্প্রদায় এবং কুকি উপজাতির মধ্যে চলতে থাকা সংঘর্ষ থেকে এখনও উত্তেজনা বেড়েই চলেছে।
