সংবাদ সংস্থা মুম্বই: সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ২০১৩ সালে মুক্তি পেয়েছিল রামলীলা। সেই ছবিতে একসঙ্গে কাজ করা থেকেই শুরু রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেম। চেনা গল্পের ছবি হলেও ষোল আনা বনশালিয়ানার ছোঁয়া ছিল গোটা ছবি জুড়ে। ছবিতে একটি আইটেম নম্বরে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। বক্স অফিসে এই ছবি তুমুল হিট হওয়ার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল প্রিয়াঙ্কার আইটেম ডান্স নম্বর। তবে জানেন কি, দীপিকা নন প্রথমে প্রিয়াঙ্কাকেই এই ছবির নায়িকা হিসাবে ভেবেছিলেন বনশালি? 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এই কাণ্ডের কথা ফাঁস করেন। জানান, প্রিয়াঙ্কাকেই নায়িকা হিসাবে এই ছবির জন্য বাচ্চাই করেছিলেন বনশালি। এরপর বনশালির সঙ্গে একটি লম্বা বৈঠক সারেন ‘দেশি গার্ল’। তা সেরে এসে মাকে প্রিয়াঙ্কা জানান তিনি এই ছবিতে আর নায়িকার চরিত্রে অভিনয় করছেন না। বরং একটি আইটেম নম্বরে নাচছেন। কেন এরকম করলেন প্রিয়াঙ্কা? মধু চোপড়ার কথায়, “আমারও ঠিক এই প্রশ্ন ছিল। প্রিয়াঙ্কার জবাব ছিল 'এইটাই ভাল হল আমার পক্ষে।'  আমি সঠিক জানি না, বনশালি আর প্রিয়াঙ্কার মধ্যে কী আলোচনা হয়েছিল। তবে 'রামলীলা'র পর বনশালির প্রযোজনায় ‘মেরি কম’-এ নামভূমিকায় অভিনয় করেছিল ও। বনশালি-ই প্রস্তাব দিয়েছিল। ওদের দু’জনের মধ্যে যে ঝামেলা হয়নি সেই বিষয়ে আমি নিশ্চিত। কারণ এখনও তো ওরা পরস্পরের বন্ধু।”

 

এরপর ২০২৫ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল বাজিরাও মস্তানি। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সেই ছবিতে মুখ্য দুই চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। মুখ্য না হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া-কে। সেই কাশিবাঈ-এর চরিত্রে প্রিয়ঙ্কা চোপড়ার অভিনয় বেশ বলিষ্ঠ বলে প্রশংসাও করেছিলেন সমালোচকের দল।