আজকাল ওয়েবডেস্ক: প্রাণবন্ত স্বভাবের নববধূকে দেখে পছন্দ হয়েছিল শ্বশুরবাড়ির আত্মীয়দের। সকলেই ভেবেছিলেন, নববধূ আত্মীয়দের বিশেষ যত্ন নিয়ে, ভালবাসায় ভরিয়ে দেবেন। শ্বশুরবাড়িতে নববধূ পা দিয়েই যা ঘটালেন, তাতেই রীতিমতো মাথায় হাত সকলের। ঠিক কী ঘটেছে? 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্দা জেলায়। নববধূর পরিবারের তরফে জানা গেছে, শ্বশুরবাড়িতে এসে বেশ খোশ মেজাজে ছিলেন তিনি। সকলের সঙ্গে আড্ডায়, হুল্লোড়ে মেতেছিলেন। একদিন সন্ধেয় সকলকে চা বানিয়ে খাওয়ান। সেই রাতেই ঘটে বিপত্তি। 

জানা গেছে, শ্বশুরবাড়ির লোকেদের চা খাওয়ানোর পরে দামি গয়না, নগদ টাকা চুরি করে চম্পট দেন নববধূ। তাঁর খোঁজ চালানোর সময় সকলের নজরে পড়ে, ঘর থেকে উধাও লক্ষাধিক টাকা, সোনা ও রুপোর গয়না। বিষয়টি নজরে পড়তেই চমকে যান তাঁরা। তড়িঘড়ি থানায় গিয়ে নববধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, ঘটনাটি বিয়ের ঠিক পাঁচদিন পরে ঘটেছে। দামি সোনা, রুপোর গয়না এবং নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন নববধূ।