আজকাল ওয়েবডেস্ক: মনিপুরে ৫ মার্চ, বুধবার পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের একাধিক এলাকা। প্রথম ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ছিল এবং সকাল ১১:০৬ মিনিটে আঘাত হানে। ইম্ফল পূর্ব জেলার ইয়াইরিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল, যা প্রায় ১১০ কিলোমিটার গভীরে ছিল বলে শিলং-এর আঞ্চলিক ভূমিকম্প কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।

আসাম, মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের আরও কিছু অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এর পর দুপুর ১২:২০ মিনিটে দ্বিতীয় একটি ৪.১ মাত্রার ভূমিকম্প মনিপুরের কামজং জেলায় আঘাত হানে। এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৬৬ কিলোমিটার।

মনিপুরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে থোবাল জেলার ওয়াংজিং লামডিং-এর একটি স্কুল বিল্ডিংয়ে ফাটল দেখা গেছে, যেখানে সাম্প্রতিক জাতিগত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ শিবির পরিচালিত হচ্ছে।

ইম্ফল থেকে এক কর্মকর্তা জানিয়েছেন, "আমরা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করার চেষ্টা করছি।" তবে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যে এখনো পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।