আজকাল ওয়েবডেস্ক: নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে কেরালার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন বিদর্ভের ব্যাটার করুণ নায়ার। চতুর্থ দিনে অপরাজিত ১৩২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে ২৮৬ রানের লিড এনে দিলেন তিনি। এই ইনিংসের মাধ্যমে চলতি মরশুমে নবম শতরান করলেন করুণ। আর তারপরই করলেন ‘নাইন’ সেলিব্রেশন! ম্যাচের পর সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেছিলেন, এই পারফরম্যান্স কি ভারতীয় টেস্ট দলে ফেরার দাবি জোরালো করতে পারে? করুণ অবশ্য এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি।
তিনি জানান, ‘এটা আমি ঠিক করতে পারব না। আমি শুধু নিজের পারফরম্যান্সের উপর মনোযোগ দিচ্ছি। সুযোগ এলে আসবে, আমি কেবল নিজের কাজ করে যাব’। সেলিব্রেশনের ব্যাখা দিতে গিয়ে তিনি জানান, ‘এই ঈশারা শুধুমাত্র বিদর্ভের সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যেই ছিল, ভারতীয় নির্বাচকদের উদ্দেশ্যে নয়। আমি ম্যাচের আগেই বলেছিলাম, আমার আটটা শতরান হয়েছে, আরেকটা করলে ‘নাইন’ সেলিব্রেশন দেখাব’। সত্যিই কি তাই নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? করুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যেভাবে নিতে চান, নিতে পারেন’।
বিজয় হাজারে ট্রফিতে ৯ ম্যাচে ৭৭৯ রান করেছিলেন করুণ, যেখানে ছিল ৫টি শতরান ও ১টি অর্ধশতরান। রঞ্জিতে এটি তাঁর চতুর্থ শতরান, যেখানে তিনি পঞ্চাশের বেশি গড়ে ব্যাট করছেন। আগামী দিনে ইংল্যান্ড সফরকে সামনে রেখে ভারতীয় টেস্ট দল ঘোষণা করা হবে। করুণ নায়ার নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটও খেলেছেন। সেক্ষেত্রে, চলতি ঘরোয়া মরশুমে তাঁর ফর্ম নির্বাচকদের কাজ কঠিন করে দিল। বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর স্বীকার করেছেন, নির্বাচকদের নজরে রয়েছেন করুণ নায়ার। শেষ পর্যন্ত ভারতের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান জাতীয় দলে সুযোগ পাবেন কি না সেটাই এখন দেখার।
