শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | আক্রান্ত আইআইটি বাবা! সংবাদ চ্যানেলে বিতর্কের মাঝেই দুর্ব্যবহার, লাঠি দিয়ে অভয় সিং'কে মারধর

RD | ০১ মার্চ ২০২৫ ১২ : ৪২Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: মহাকুমম্ভে সমগ্র দেশের নজর কেড়েছিলেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। সেই জনপ্রিয় আইআইটি বাবা-ই এবার হেনস্তার শিকার। নয়ডায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভয় সিং। শুক্রবার সন্ধ্যায় ওই বিতর্কসভায় যোগদানকারী একদল গেরুয়া বসনধারী তাঁকে মারধর করেন বলে থানায় জানিয়েছেন আইআইটি বাবা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পরে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে ধর্নায় বসেন। 

আইআইটি বাবা অভিযোগ করেছেন, যে শুক্রবার নয়ডায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে আচমকা গেরুয়া পোশাক পরা কিছু লোকজন ঢুকে পড়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি লাঠি দিয়ে মারধর করেন বলেও অভিযোগ। ঘটনায় কোনওভাবে নিজেকে রক্ষা করেন বলে অভিযোগ অভয় সিংয়ের। 

 

পরে সংবাদ মাধ্যমের অফিস থেকে বেরিয়ে আইআইটি বাবা হামলার প্রতিবাদে সোজা ১২৬ নম্বর সেক্টর থানায় যান। থানার বাইরে ধর্নায় বসেন তিনি। তবে পরে পুলিশ তাঁকে বোঝালে তিনি বিক্ষোভ তুলে নেন। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হামলার কোনও ঘটনা জানা যায়নি। তাই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

অভয় সিংয়ের অভিযোগ তাঁকে ওই চ্যানেলে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। সেই সময় এই ঘটনা ঘটে। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিও-য় আইআইটি বাবার সঙ্গে একদল সাধুর তর্ক-বিতর্ক দেখা গিয়েছে। উত্তেজনা বাড়লে আইআইটি বাবা স্টুডিও ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তর্ক বির্তকের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অভয় সিংয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মহাকুম্ভে যোগ দেওয়ার পরেই বিখ্যাত হয়ে ওঠেন আইআইটি বাবা। তিনি আইআইটি বোম্বে থেকে এয়ার স্পেস এবং অ্যারোনটিক্যাল স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। হরিয়ানার বাসিন্দা অভয় সিংয়ের ইচ্ছা ছিল ফটোগ্রাফি করার। তাই ফটোগ্রাফিতে ডিগ্রির জন্যও পড়েছেন। তারপরেও তিনি সন্ন্যাস গ্রহণ করেন। মহাকুম্ভে যোগ দেওয়ার আগে তিনি অনেক ধর্মীয় ক্ষেত্রে যোগ দিয়েছেন। মাস খানেক আগে তিনি কাশীতে ছিলেন। এছাড়া তিনি ঋষিকেশেও থেকেছেন। মহাকুম্ভের সময়, আইআইটি বাবা নিজেকে জুনা আখড়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন। তবে, শ্রী পঞ্চদশনম জুনা আখড়ার আন্তর্জাতিক মুখপাত্র মহন্ত নারায়ণ গিরি এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। 

এছাড়াও, চ্যাম্পিয়স ট্রফিতে ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে মন্তব্য করেও তিনি বির্তকে জড়িয়েছিলেন। 


iitbabaiitbabaattackednoida

নানান খবর

নানান খবর

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

আবিদা পারভীনসহ একাধিক পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ

জাতিগত জনগণনা নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা কংগ্রেসের, নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি 

জাতিগত জনগণনা নিয়ে আদিত্যনাথের অবস্থান ঘিরে রাজনৈতিক চাপানউতোর, অখিলেশের তোপ

পাহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ভারতের পক্ষ থেকে সমস্ত আমদানিতে নিষেধাজ্ঞা জারি

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া