আজকাল ওয়েবডেস্ক: লুধিয়ানা ওয়েস্ট বিধানসভা উপনির্বাচনে আপ-এর রাজ্যসভা সাংসদ সঞ্জীব অরোরাকে মনোনীত করেছে দল, তবে এর পরপরই কেজরিওয়ালের রাজ্যসভায় যাওয়ার জল্পনাকে খারিজ করে দিয়েছে আপ। বুধবার এই মনোনয়নের ঘোষণা হয়, যার পর দলীয় মুখপাত্র নীল গার্গ জানিয়েছেন, "অরোরার ভালো কাজের জন্যই তাঁকে এই আসনে মনোনীত করা হয়েছে। কেজরিওয়ালের রাজ্যসভায় প্রবেশের কোনও পরিকল্পনা নেই, এগুলো বিরোধীদের ছড়ানো গুজব।"
পাঞ্জাব কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া আগে অভিযোগ করেছিলেন যে অরোরার আসন ফাঁকা করে কেজরিওয়ালের জন্য রাজ্যসভায় প্রবেশের পথ তৈরি করা হচ্ছে। তবে আপ নেতা গার্গের বক্তব্য অনুযায়ী, "আমরা আগে উপনির্বাচনে মনোযোগ দেব, তারপর রাজ্যসভা নিয়ে চিন্তাভাবনা করব।"
পাঞ্জাব আপ সরকার দিল্লির নির্বাচনে বড় পরাজয়ের পর থেকেই চাপে রয়েছে।
